bn_tw/bible/names/zerubbabel.md

2.2 KiB

সরুব্বাবিল

তথ্য:

পুরাতন নিয়মে সরুব্বাবিল দুই ইস্রায়েলীয় পুরুষদের নাম ছিল।

  • এর মধ্যে একজন যিহোয়াকীম ও সিদিকিয়ের বংশধর ছিলেন।
  • যিহূদা গোষ্ঠীর নেতা ছিলেন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল, ইষ্রা ও নহিমিয়ের সময়ে যিহূদা গোষ্ঠীর প্রধান ছিলেন, যখন পারস্যের বাদশাহ্ কোরস ইস্রায়েলীয়দের বাবিলে বন্দী থেকে মুক্তি দিয়েছিলেন।
  • সরুব্বাবিল এবং মহাযাজক যিহোশূয় ঈশ্বরের মধ্যে মন্দির এবং বেদি পুনর্নির্মাণ সাহায্য যারা মধ্যে ছিল।

(অনুবাদের প্রস্তাবনা: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: বাইবেল, বন্দী, সাইরাস, আযরা, মহাযাজক, যিহোয়াকীম, যিহোশূয়, যিহূদা, নহিমিয়, পার্সিয়া, সিদিকিয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H2216, H2217, G2216