bn_tw/bible/names/nehemiah.md

2.6 KiB

নহিমিয়

ঘটনা:

নহিমিয় ছিল একজন ইস্রায়েলীয় যাকে জোর করা হয় ব্যবিলন সম্রাজে যেতে যখন ইস্রায়েলের এবং যিহুদার লোকেদের বন্দী করে ব্যবিলনীয়দের দ্বারা নিয়ে যাওয়া হয় |

  • যখন তিনি পারস্য রাজের পানপাত্র বহনকারীর কাজ করতেন, অর্তক্ষস্ত, নহিমিয় রাজার কাছে অনুমতি চান যিরুশালেমে ফিরে যাওয়ার জন্য |
  • নহিমিয় ইস্রায়েলীয়দের নেতৃত্ব দেন যিরুশালেমের প্রাচীর পুনঃনির্মান করার জন্য যেটা ব্যবিলনীয়ানদের দ্বারা ধ্বংস হয়েছিল |
  • রাজার রাজ বাটিতে ফিরে যাওয়ার আগে, 12 বছরের জন্য নহিমিয় যিরুশালেমের রাজ্যপাল ছিলেন |
  • পুরাতন নিয়মের বই নহিমিয় নিহিমিয়ের প্রাচীর পুনঃনির্মানের কাজের কথা বলে এবং তিনি যিরুশালেমের লোকেদের শাসন করেন |
  • পুরাতন নিয়মে আরও একজন লোকের নাম ছিল নহিমিয় | সাধারনত বাবার নাম যুক্ত থাকত, কোন নহিমিয়ের কথা বলা হচ্ছে সেটা আলাদা করে বোঝানোর জন্য |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অর্তক্ষস্ত,ব্যবিলন,যিরুশালেম,ছেলে)

বিবে; তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5166