bn_tw/bible/names/jerusalem.md

6.2 KiB

যিরূশালেম

ঘটনা

যিরূশালেম ছিল একটি পুরাতন কানানিয় শহর যেটা পরে ইস্রায়েলের এক বহু বিখ্যাত শহর হিসাবে খ্যাতি পায় ৷ এটি 34 কিলোমিটার পশ্চিম লবন সাগর এবং উত্তর বৈথলেহমের কাছেই অবস্থিত ৷ এটি এখনো ইস্রায়েলের রাজধানী হিসাবেই আছে ৷

  • “যিরূশালেম” নামটি প্রথম যিহোশুয় নামক পুস্তকে পাওয়া যায় ৷ পুরাতন নিয়মে এই শহরের অন্য নামগুলি হলো “সালেম” “যিবুষ” এবং “সিয়্ন”৷ “যিরূশালেম” এবং “সালেম” দুটি নামের মূল অর্থ হলো “শান্তি”৷
  • যিরূশালেম আসলে একটি দুর্গ ছিল যার নাম ছিল “সিয়ন” যেটা রাজা দায়ুদ হস্তগত করে এবং এটিকে রাজধানী বানায় ৷
  • এটা ছিল যেরূশালেম যেখানে দায়ূদের পুত্র সলোমন প্রথম মন্দির নির্মান করেন, মরিয়া পর্বত এখানে আব্রাহাম তার পুত্র ইসহাককে ঈশ্বরের উদ্দেশ্যে উত্সর্গ করেছিলেন ৷ মন্দিরটি পুনর্নির্মিত হয় বাবিল দ্বারা ধ্বংশ হবার পর ৷
  • যেহেতু মন্দিরটি যিরূশালেমে ছিল তাই যিহূদীদের সব উত্সবগুলি এখানেই পালন করা হতো ৷
  • লোকেরা সাধারণত “উপরে” যেত কারণ যিরূশালেম পর্বতমালার উপর ছিল ৷

(অবশ্য দেখুন: বাবিল, খ্রিস্ট, দায়ুদ, যিবুশিয়, যীশু, সলোমন, মন্দির, সিয়ন)

বাইবেলের পদগুলি:

বাইবেলের গল্প থেকে উদাহরণ

  • 17:05 দায়ুদ যিরূশালেম দখল করে এবং এটিকে রাজধানী শহর বানায় ৷
  • 18:02 যিরূশালেমে, সলোমন মন্দির নির্মান করেন যেটা তার পিতা দায়ুদের পরিকল্পনা ছিল এবং তিনি সব সামগ্রী জড়ো করেছিলেন ৷
  • 20:07 তারা (বাবিলরা) যখন যিরূশালেম শহরটি কব্জা করে ও সেখানকার মন্দিরটি ধ্বংশ করে এবং শহরের ও মন্দিরের সমস্ত সম্পত্তি লুট করে ৷
  • 20:12 পরে বন্দিত্বের সত্তর বছর কাটলে, যীহুদিদের ছোট একটি দল যীহুদার যিরূশালেমে ফেরত আসে ৷
  • 38:01 প্রায় তিন বছর পর যীশু প্রথম তাঁর প্রচার কার্য্য ও শিক্ষা দান শুরু করেন, যীশু তাঁর শিষ্যদের বলেন যে তিনি তাদের সাথে যিরূশালেমে নিস্তার পর্ব পালন করবেন, এবং তিনি সেখানে থাকতে পছন্দ করবেন ৷
  • 38:02 পরে যীশু ও তাঁর শিষ্যরা যিরূশালেমে আসেন, যিহুদা তখন যিহুদিদের ধর্মগুরুদের কাছে যায় ও যীশুকে টাকার বিনিময়ে ধরিয়ে দেবার কথা বলে ৷
  • 42:08 এটা পবিত্র গ্রন্থে লিখিত আছে যে আমার শিষ্যরা প্রচার করবে যেন মানুষ মন ফেরায় এবং তাদের পাপের ক্ষমা গ্রহণ করে ৷ তারা তাই শুরু করলো যিরূশালেমে, এবং পরে সমগ্র মানুষের মধ্যে ও সব জায়গায় ৷
  • 42:11 মৃত্যু থেকে পুনরুত্থানের চল্লিশ দিন পর, তিনি তাঁর শিষ্যদের বললেন, “তোমরা যিরূশালেমে অপেক্ষা কর ততদিন যতদিন পবিত্র আত্মার শক্তি গ্রহণ করছ ৷

শব্দ তথ্য:

  • Strong's: H3389, H3390, G2414, G2415, G2419