bn_tw/bible/kt/jesus.md

8.8 KiB

যীশু, যীশু খ্রিষ্ট, খ্রিষ্ট যীশু

ঘটনা:

যীশু হলেন ঈশ্বরের পুত্র ৷ “যীশু” নামের মানে হলো “সদাপ্রভু পরিত্রান” ৷ “খ্রিষ্ট” শব্দটি হলো এক উপাধি যার মানে হলো “অভিষিক্ত একজন” এবং এর অন্য শব্দটি হলো মসীহ ৷

  • এখানে দুটি নাম মিলিত হয়ে এক হয়েছে যেমন “যীশু খ্রিষ্ট” বা “খ্রিষ্ট যীশু” ৷ এই নাম দুটি ব্যাখ্যা করে যে ঈশ্বরের পুত্রই হলো মসীহ, যে এসেছে মানুষের অনন্তকালীন পাপের স্বাস্তি থেকে মুক্ত করতে ৷
  • এক অশ্চর্য পথে, পবিত্র আত্মার সহযোগিতায় ঈশ্বরের পুত্র মানুষের রূপে জন্ম নেন ৷ স্বর্গদূত তাঁর মাতা কে বলেন যেন তার পুত্রকে “যীশু” বলে ডাকেন কারণ তিনি পূর্ব নির্ধারিত ব্যাক্তি যিনি মানুষকে তাদের পাপ থেকে রক্ষা করবেন ৷
  • যীশু অনেক আশ্চর্য কাজ করেছেন যা প্রকাশ করে যে টনি ঈশ্বর এবং তিনিই খ্রিষ্ট বা মসীহ ৷

অনুবাদের পরামর্শ:

  • অনেক ভাষাতেই “যীশু” এবং “খ্রিষ্ট” বানান করা হয় একই ভাবে যার শব্দ ও বনান যতদুর সম্ভব আসলের কাছাকাছি ৷ উদাহরণ স্বরূপ, “যীশুখ্রিষ্ট,” য়েশুখ্রিস্তুস” এবং “হেসুক্রিস্ত” এগুলি হলো কিছু রকমারি ভাষায় এই নামের অনুবাদ ৷
  • “খ্রিষ্ট,” শব্দটি কোনো কোনো অনুবাদে “মসীহ” শব্দের মাধ্যমে অনুবাদ করতে পছন্দ করে ৷
  • অবশ্য বিবেচনা সাপেক্ষে কিভাবে এই নাম গুলির বানান স্থানীয় বা জাতীয় ভাষায় করা হয় ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: খ্রিষ্ট, ঈশ্বর, পিতা ঈশ্বর, মহা যাজক, ঈশ্বরের রাজ্য, মরিয়ম, ত্রাণকর্তা, ঈশ্বরের পুত্র)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 22:04 স্বর্গদূত বললো, “তুমি গর্ভবতী হবে এবং এক পুত্রের জন্ম দেবে ৷ তুমি তাঁর নাম রাখবে “যীশু” এবং তিনি হবেন মসীহ ৷”
  • 23:02 “তার নাম যীশু রাখবে(যার অর্থ সোদাপ্রভু পরিত্রান), কারণ তিনি সকলকে তাদের পাপ থেকে মুক্ত করবেন ৷”
  • 24:07 যোহন তাঁকে বাপ্তিস্ম দেয় (যীশুকে), যদিও যীশু কোনই পাপ করেননি ৷
  • 24:09 ঈশ্বর একজনই ৷ কিন্তু যোহন পিতা ঈশ্বরের রব শুনলেন, এবং দেখলেন যীশু পুত্র এবং পবিত্র আত্মা যখন তিনি যীশু কে বাপ্তিস্ম দিলেন ৷
  • 25-08 যীশু শয়তানের প্রলোভনে পা দিলেন না তাই শয়তান তাঁকে ছেড়ে চলে গেল ৷
  • 26-08 তারপর যীশু গালীলে চলে গেলেন, এবং এক বিরাট জনতার ভির তাঁর কাছে এলো ৷ তারা অনেক অসুস্থ রোগী ও খঞ্জদের তাঁর কাছে আনলেন এমন কি যারা চোখে দেখতে পায় না, হাঁটতে পারেনা, বা কথা বলতে পারেনা তাদের আনলেন, র্জিশু তাদের সুস্থ করলেন ৷
  • 31:03 তারপর যীশু প্রার্থনা শেষ করলেন এবং শিষ্যদের নিকটে গেলেন ৷ তিনি জলের ওপরে হাঁটছিলেন যেখানে তাদের নৌকাটি ছিল
  • 38:02 সে (যিহুদা) জানত যে যিহূদীদের নেতারা যীশুকে অস্বীকার করে তাদের মসীহ রূপে এবং তারা তাঁকে মারার পরিকল্পনা করছে ৷
  • 40:08 তাঁর মৃত্য দ্বারা,যীশু মানুষকে ঈশ্বরের কাছে আসার এক পথ খুলে দিলেন ৷
  • 42:11 তারপর__ যীশু স্বর্গে নীত হলেন, এবং এক টুকরো মেঘ তাঁকে আড়াল করলো তাদের চোখের সমুখ থেকে ৷ যীশু ঈশ্বরের ডানহাতের পাশে বসলেন সমস্ত কিছুকে শাসন করার জন্য ৷
  • 50:17 যীশু এবং তাঁর লোকেরা এক নতুন পৃথিবীতে থাকবেন এবং তিনি চিরদিনের মত সব কিছুর ওপর অধিপত্ত করবেন যা প্রকেশিত ৷ তিনি সকলের অশ্রু মোচন করবেন এবং সেখানে কোনো যন্ত্রণা, দুঃখ, কান্না, ব্যাথা, বা মৃত্যু থাকবে না ৷ যীশু তাঁর রাজ্য শান্তি ও ন্যায় দ্বারা শাসন করবেন, এবং তিনি তাঁর লোকেদের সঙ্গে চিরকাল থাকবেন ৷

শব্দ তথ্য:

  • Strong's: G2424, G5547