bn_tw/bible/kt/godthefather.md

6.1 KiB

পিতা ঈশ্বর, সর্গস্থ পিতা, পিতা

বিষয়বস্তু:

“পিতা ঈশ্বর,” ও “সর্গস্থ পিতা,” এই শব্দগুলি সদাপ্রভু, একমাত্র সত্য ঈশ্বরকে বোঝায়৷ আর একটি শব্দ যারও একই অর্থ এবং তা হল, “পিতা” এটি যীশু তাঁকে বোঝানোর জন্য অনেক বার ব্যবহার করেছেন৷

  • পিতার অস্তিত্ব পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর রূপে৷ প্রত্যেকেই সম্পূর্ণরূপে ঈশ্বর, তবুও তারা একজনই ঈশ্বর৷ এটি একটি নিগূর তত্ব যা সাধারণ মানুষ কখনো সম্পূর্ণরূপে বুঝতে পারবে না৷
  • পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে (যীশু) এই জগতে পাঠিয়েছেন এবং তিনি তাঁর লোকেদের কাছে পবিত্র আত্মা পাঠিয়েছেন৷
  • যে কেউ পুত্র ঈশ্বরের উপর বিশ্বাস করে সে পিতা ঈশ্বরের সন্তান হয় এবং পবিত্র আত্মা ঈশ্বর সেই ব্যক্তির মধ্য বসবাস করতে আসেন৷ এটিও আর একটি নিগূর তত্ব যা মানুষ সম্পূর্ণরূপে বুঝতে পারবে না৷

অনুবাদের আভাস

  • “পিতা ঈশ্বর” শব্দটিকে অনুবাদ করার সময় যদি এটিকে “পিতা” এইভাবে অনুবাদ করা হয় তবে ভালো হয়, যেমনভাবে যেকোন ভাষায় একজন সাধারণ মনুষ্য পিতাকে বোঝাতে ব্যবহার করা হয়৷
  • “স্বর্গস্থ পিতা” শব্দটিকে “পিতা যিনি স্বর্গে থাকেন,” বা, “পিতা ঈশ্বর যিনি স্বর্গে থাকেন,” বা, “ঈশ্বর আমাদের পিতা যিনি স্বর্গ থেকে৷”
  • সাধারনত, “পিতা” শব্দটিকে বড় অক্ষরে লেখা হয় যখন এটি পিতা ঈশ্বরকে ইঙ্গিত করে৷

(অনুবাদের আভাস: কেমনভাবে নামের অনুবাদ করতে হয়)

(একইসঙ্গে দেখুন: ঈশ্বর, স্বর্গ, পবিত্র আত্মা, যীশু, ঈশ্বরের পুত্র)

বাইবেলের পদসমূহ

বাইবেলের গল্প থেকে উদাহরণ

  • 24:09 একমাত্র একজনই ঈশ্বর আছেন৷ কিন্তু যোহন শুনলেন পিতা ঈশ্বর কথা বলছেন এবং পুত্র যীশুকে এবং পবিত্র আত্মাকে দেখলেন যখন তিনি যীশুকে বাপ্তিস্ম দিচ্ছিলেন৷
  • 29:09 তখন যীশু বললেন, "এটি আমার __স্বর্গস্থ পিতা__তোমাদের প্রত্যেকের প্রতি তা করবেন যদিনা তোমরা তোমাদের ভাইদের তোমাদের অন্তর থেকে ক্ষমা না কর৷”
  • 37:09 তখন যীশু স্বর্গের দিকে তাকালেন এবং বললেন, “পিতা, ধন্যবাদ আমার প্রার্থনা শোনার জন্য৷”
  • 40:07 তখন যীশু চিত্কার করে বললেন, "এটি সমাপ্ত হল! পিতা, আমি আমার আত্মাকে তোমার হাতে সমর্পণ করি৷”
  • 42:10 "সুতারাং যাও, সমস্ত ধরনের লোকেদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম দিয়ে শিষ্য বানাও এবং আমি যা কিছু তোমাদের আদেশ দিয়েছি সেই সমস্ত কিছু তাদের পালন করতে শিক্ষা দাও৷”
  • 43:08 "যীশু এখন __পিতা ঈশ্বরের দক্ষিন দিকে মহিমান্বিত হয়েছেন__৷”
  • 50:10 “তখন ধার্মিকেরা সূর্যের মত জ্বলজ্বল করবে __তাদের পিতার রাজ্যে__৷”

শব্দ তথ্য:

  • Strong's: H1, H2, G3962