bn_tw/bible/kt/holyspirit.md

6.4 KiB

পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা, প্রভুর আত্মা, আত্মা

ঘটনা:

এই শব্দগুলি সবই পবিত্র আত্মাকে বোঝায়, যিনি ঈশ্বর৷ এক সত্য ঈশ্বরের অনন্তকালীন প্রকাশ হলো পিতা, পুত্র, এবং পবিত্র আত্মা৷

  • পবিত্র আত্মাকেও “আত্মা” বা “আত্মা” বা “সদাপ্রভু আত্মা ” এবং “সত্যের আত্মা বলা হয়৷”
  • কারণ পবিত্র আত্মা হলেন ঈশ্বর, তিনি একেবারেই পবিত্র, অসীম খাঁটি, এবং নৈতিক ভাবে সঠিক তাঁর চরত্র এবং তিনি সবই করেছেন৷
  • পৃথিবী সৃষ্টিকালে পিতা, পুত্র, ও পবিত্র আত্মা এক সাথে সক্রিয় ছিলেন৷
  • যখন ঈশ্বরের পুত্র, যীশু, স্বর্গে ফিরে যান, ঈশ্বর পবিত্র আত্মাকে পাঠিয়েছিলেন তাঁর লোকেদের পরিচালনা করার জন্য, শিক্ষা দেবার জন্য, নিঃচিন্ত করার জন্য,এবং ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য সামর্থ দিয়েছিলেন৷
  • পবিত্র আত্মা যীশুকে এবং যারা তাঁকে বিশ্বাস করেছে তাদের পথ দেখিয়েছেন৷

অনুবাদের পরামর্শগুলি:

  • এই শব্দটি এভাবেও সাধারণ রূপে অনুবাদ করা যেতে পারে “পবিত্র” এবং “আত্মা৷”
  • এই শব্দের অনুবাদে এটাও যুক্ত করা যেতে পারে যেমন “খাঁটি আত্মা” বা “আত্মা যিনি পবিত্র” বা আত্মা “ঈশ্বর৷”

(অবশ্য দেখুন: পবিত্র, আত্মা, ঈশ্বর, প্রভু, পিতা ঈশ্বর, ঈশ্বরের পুত্র, উপহার)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 01:01 কিন্তু ঈশ্বরের আত্মা জলের ওপর ছিল৷
  • 24:08 যখন যীশু তাঁর বাপ্তিস্ম হবার পর জলের ওপর থেকে উঠ এলেন, ঈশ্বরের আত্মা পায়রার রূপে আবির্ভূত হলেন এবং নেমে এসে তাঁকে বিশ্রান্ত করলেন৷
  • 26:01 যীশু শয়তানের প্রলোভন উতরে আসার পর পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন ও তাঁর নিজের জায়গা গালীলে ফিরে এলেন৷
  • 26:03 যীশু পড়লেন, “ঈশ্বর আমাকে দিয়েছেন তাঁর আত্মা যেন আমি গরিবদের, বন্দিত্ব থেকে মুক্ত, অন্ধকার দূর করতে, এবং অত্যাচার থেকে মুক্ত করতে যেন শু-সমাচার প্রচার করতে পারি৷”
  • 42:10”সুতরাং যাও, সকলকে শিষ্য বানাও আর বাপ্তিস্ম দাও, পিতর নামে, পুত্রের নামে, ও পবিত্র আত্মার নামে এবং আমি যা তোমাদের পালন করতে শিক্ষা দিয়েছি তা তাদের শিক্ষা দাও৷”
  • 43:03 তারা পবিত্র আত্মা দ্বারা পূর্ণ ছিল এবং তারা নানা ভাষায় বলতে লাগলো৷
  • 43:08 “এবং যীশু পবিত্র আত্মাকে পাঠালেন যেমন তিনি প্রতিগ্জ্ঞা করেছিলেন৷ পবিত্র আত্মার জন্যই তুমি এখন দেখছ ও শুনছ৷”
  • 43:11 পিতর তাদের উত্তর দিলেন, “তোমরা প্রত্যেকে মন ফিরাও এবং বাপ্তিস্ম নাও যীশুর নামে যেন ঈশ্বর তোমাদের পাপকে ক্ষমা করেন তারপর তিনি তোমাদের উপহার রূপে পবিত্র আত্মা দেবেন৷”
  • 45:01 তার (স্টিফেন) ভালো সুনাম ছিল এবং পবিত্র আত্মায় ও গ্জ্ঞানে পূর্ণ ছিলেন৷

শব্দ তথ্য:

  • Strong's: H3068, H6944, H7307, G40, G4151