bn_tw/bible/kt/gift.md

3.3 KiB

উপহার, উপহারগুলি

সংজ্ঞা

“উপহার” শব্দটির অর্থ হল কোনো ব্যক্তিকে কোনো কিছু দেওয়া বা উত্সর্গ করা ৷ উপহার কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই দেওয়া হয়৷

  • টাকা, খাদ্য, পোশাক, বা, অন্যান্য বিষয় যা দরিদ্র লোকদের দেওয়া হয় সেগুলিকে উপহার বলে৷
  • বাইবেলেও, ঈশ্বরের কাছে কোনো কিছু উত্সর্গ করা বা বলিদান করাকেও উপহার বলা হয়৷
  • পরিত্রানের উপহার হল একটি বিষয় যা ঈশ্বর প্রভু যীশুতে বিশ্বাস করার দ্বারা দিয়ে থাকেন৷
  • নতুন নিয়মে “উপহার” শব্দটিকে এক বিশেষ আত্মিক দক্ষতা যা অন্য লোকেদের সেবা করার জন্য ঈশ্বর খ্রীস্টানদেরকে দিয়েছেন, তা বোঝানোর জন্যও এর ব্যবহার করা হয়েছে৷

অনুবাদের আভাস

  • সাধারণ অর্থে “উপহার” শব্দটিকে একটি শব্দ বা একটি বাক্যর সঙ্গেও অনুবাদ করা যেতে পারে অর্থাৎ “এমন কিছু বিষয় যা দেওয়া হয়েছে৷”
  • কোনো ব্যক্তির একটি উপহার বা এক বিশেষ দক্ষতা আছে যা ঈশ্বরেরকাছ থেকে পাওয়া, সেই প্রসঙ্গ অনুযায়ী, “পবিত্র আত্মা থেকে যে উপহার এই শব্দটিকে এইভাবেও অনুবাদ করা যেতে পারে, “আত্মিক দক্ষতা” বা, “পবিত্র আত্মা থেকে বিশেষ দক্ষতা” বা, “বিশেষ আত্মিক দক্ষতা যা ঈশ্বর দিয়েছেন৷”

(দেখুন: আত্মা, পবিত্র আত্মা)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H814, H4503, H4864, H4976, H4978, H4979, H4991, H5078, H5083, H5379, H7810, H8641, G334, G1390, G1394, G1431, G1434, G1435, G3311, G5486