bn_tw/bible/kt/god.md

10 KiB

ঈশ্বর

বিষয়বস্তু

বাইবেলে, ঈশ্বর শব্দের অর্থ বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি শূন্য দ্বারা এই বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি করেছেন৷ ঈশ্বরের অস্তিত্ব পিতা, পুত্র এবং পবিত্র আত্মা রূপে৷ ঈশ্বরের ব্যক্তিগত নাম হল “সদাপ্রভু৷”

  • ঈশ্বর সর্বদাই বিদ্যমান; সমস্ত কিছুর অস্তিত্বের পূর্ব থেকেই তাঁর অস্ত্বিত্ব ছিল এবং তিনি সর্বদাই বিদ্যমান থাকবেন৷
  • তিনিই একমাত্র সত্য ঈশ্বর এবং ব্রহ্মান্ডের সমস্ত কিছুর উপরে তাঁর কর্তৃত্ব আছে৷
  • ঈশ্বর সম্পূর্ণভাবে ধার্মিক, তাঁর জ্ঞান অসীম, পবিত্র, পাপ বিহীন, সত্য, দয়ালু এবং প্রেমময়৷
  • তিনি একজন নিয়ম রক্ষাকারী ঈশ্বর, যিনি সবসময়ই তাঁর প্রতিজ্ঞাকে পূর্ণ করেন৷
  • ঈশ্বরের আরাধনা করার জন্যই লোকেদের সৃষ্টি করা হয়েছে এবং একমাত্র তাকেই যেন তারা আরাধনা করে৷
  • ঈশ্বর তাঁর নাম “সদাপ্রভু” রূপে প্রকাশ করেছেন, যারা অর্থ হল “তিনিই” বা, “আমিই,” বা, “তিনিই একমাত্র যিনি (সর্বদা) বিদ্যমান৷”
  • বাইবেল একইভাবে “মিথ্যা ঈশ্বরের” বিষয়েও শিক্ষা দেয়, যেগুলি হল মৃত মূর্তি যার আরাধনা লোকেরা ভুলভাবে করে৷

অনুবাদের আভাস

  • “ঈশ্বর” শব্দটির বিভিন্ন অনুবাদের সঙ্গে “দৈব,” বা, “সৃষ্টিকর্তা,” বা, “সর্বশেষ্ঠ ব্যক্তি৷”
  • অন্যভাবে “ঈশ্বর” শব্দটি কে অনুবাদ করলে এটি এইরকম হতে পারে, “সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা,” বা, “অনন্ত, সার্বভৌম প্রভু” বা, “অনন্ত, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি৷”
  • দেখতে হবে যে কেমনভাবে ঈশ্বর শব্দটিকে আঞ্চলিক বা রাষ্ট্রীয় ভাষায় কিভাবে অনুবাদ করা হয়েছে৷ যে ভাষায় অনুবাদ করা হচ্ছে সেই ভাষায় হয়ত আগে থেকেই “ঈশ্বর” শব্দটি থাকতে পারে ৷ যদি তাই হয়, তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে যেন সেই শব্দটি উপরের আলোচিত একমাত্র সত্য ঈশ্বরের চরিত্রের সঙ্গে যেন মিল খায় ৷
  • অনেক ভাষায় মিথ্যা ঈশ্বর শব্দটির থেকে পৃথক করার জন্য একমাত্র সত্য ঈশ্বরের জন্য প্রথম অক্ষরটি বড় অক্ষররূপে ব্যবহার করা হয়৷
  • অন্যভাবে এটির পার্থক্য করা যেতে পারে যদি দুটি আলাদা শব্দের ব্যবহার করা হয়, “ঈশ্বর,” এবং “দেবতা৷”
  • “আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে” এই উক্তিটিকে এই ভাবেও অনুবাদ করা যেতে পারে যেমন, “আমি, ঈশ্বর, এই লোকেদের শাসন করব এবং তারা আমার আরাধনা করবে৷”

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(একই সঙ্গে দেখুন: সৃষ্টিকর্তা, মিথ্যা ঈশ্বর, পিতা ঈশ্বর, পবিত্র আত্মা, মিথ্যা ঈশ্বর, ঈশ্বরের পুত্র, সদাপ্রভু)

বাইবেলের পদসমূহ

বাইবেলের ঘটনা থেকে উদাহরণ

  • 01:01 ঈশ্বর বিশ্বব্রহ্মান্ড ও তার মধ্যে যাকিছু আছে সেই সমস্তই ছয় দিনে সৃষ্টি করেছেন৷
  • 01:15 ঈশ্বর পুরুষ ও স্ত্রীকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন৷
  • 05:03 "আমিই সর্বশক্তিমান ঈশ্বর৷ আমি তোমার সঙ্গে এক নিয়ম স্থাপন করব৷"
  • 09:14 ঈশ্বর বললেন, “আমি যে সেই আছি৷” তাদের বলবে, “আমিই, আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন৷” তাদের আরও বোলো যে, “আমিই সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের অব্রাহাম, ইসাহাক এবং যাকোবের ঈশ্বর, সর্বদাই এই আমার নাম৷”
  • 10:02 এই সমস্ত মহামারী দ্বারা, __ঈশ্বর দেখিয়েছিলেন যে __ ফৌরন ও মিশরের সমস্ত দেবতাদের থেকে শক্তিশালী৷”
  • 16:01 ইস্রায়েলীয়রা সদাপ্রভু, সত্য ঈশ্বরের পরিবর্তে, কনানীয়দের দেবতাদের আরাধনা করতে শুরু করে৷
  • 22:07 তুমি, আমার পুত্র মহান ঈশ্বরের ভাববাদী হিসাবে পরিচিত হবে, যে লোকেদের মশীহকে গ্রহণ করার জন্য প্রস্তুত করবে!”
  • 24:09 একমাত্র একজনই ঈশ্বর আছেন৷ কিন্তু যোহন শুনলেন পিতা ঈশ্বর কথা বলছেন এবং পুত্র যীশুকে এবং পবিত্র আত্মাকে দেখলেন যখন তিনি যীশুকে বাপ্তিস্ম দিলেন৷
  • 25:07 “একমাত্র তোমার প্রভু ঈশ্বরের আরাধনা কর এবং একমাত্র তাঁরই সেবা কর৷"
  • 28:01 "একমাত্র একজনই আছেন যিনি ভালো এবং তিনি হলেন __ঈশ্বর__৷"
  • 49:09 কিন্তু ঈশ্বর জগতের সবাইকে এতই ভালোবাসলেন যে তাঁর একমাত্র পুত্রকে দিয়ে দিলেন, এবং যে কেউ যীশুতে বিশ্বাস করবে সে তার পাপের জন্য শাস্তি পাবে না, কিন্তু ঈশ্বরের সঙ্গে সর্বদাই বসবাস করবে৷
  • 50:16 কিন্তু একদিন ঈশ্বর নতুন আকাশ এবং নতুন পৃথিবী সৃষ্টি করবেন যা হবে সম্পূর্ণ নিখুঁত৷

শব্দ তথ্য:

  • Strong's: H136, H305, H410, H426, H430, H433, H2486, H2623, H3068, H3069, H3863, H4136, H6697, G112, G516, G932, G935, G1096, G1140, G2098, G2124, G2128, G2150, G2152, G2153, G2299, G2304, G2305, G2312, G2313, G2314, G2315, G2316, G2317, G2318, G2319, G2320, G3361, G3785, G4151, G5207, G5377, G5463, G5537, G5538