bn_tw/bible/kt/highpriest.md

6.0 KiB

মহা যাজক

বর্ণনা:

“মহা যাজক” বলতে বোঝায় এক বিশেষ যাজককে যিনি এক বছরের জন্য সেবায় নিয়োজিত করার জন্য নির্বাচিত ও ইস্রায়েলের সকল যাজক দের নেতা৷

  • এক মহা যাজকের কিছু বিশেষ দায়িত্ব ছিল৷ তিনিই ছিলেন একমাত্র অনুমোদিত ব্যাক্তি যিনি মন্দিরের মহা পবিত্র স্থানে বছরে একবার বিশেষ বলিদান উত্সর্গ করার জন্য প্রবেশ করতে পারতেন৷
  • ইস্রায়েলীয়দের অনেক যাজক ছিল, কিন্তু মহা যাজক একজনই ছিল৷
  • যখন যীশু বন্দী হয়েছিলেন, কৈফা ছিল নিযুক্ত মহা যাজক৷ অবশ্য কখনো কখনো কৈফার শ্বশুরমশাই আন্নার নাম ও উল্লেখ আছে কারণ তিনি ছিলেন আগের একজন মহা যাজক যার ওপর সাধারণত লোকেদের ওপর অধিকার ছিল৷

অনুবাদের পরামর্শ:

  • “মহা যাজক” এভাবেও অনুবাদ করা যায় যেমন “প্রধান যাজক” বা “উচ্চ পদস্থ যাজক৷
  • মহা যাজক শব্দটি থেকে “প্রধান যাজক’ শব্দটি নিশ্চিত ভাবে আলাদা৷

(অবশ্য দেখুন: আন্না, কৈফা, [প্রধান যাজকগণ[, যাজক, মন্দির)

বাইবেলের পদগুলি:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 13:08 কেউ সেই কক্ষে প্রবেশ করতে পরে না পর্দার পেছনে একমাত্র মহা যাজক ছাড়া, কারণ ঈশ্বর সেথায় থাকেন৷
  • 21:07](rc://bn/tn/help/obs/13/08) মশীহ যিনি আসবেন তিনিই হবেন যথাযত মহা যাজক যিনি নিজেকে ঈশ্বরের কাছে উত্সর্গ করবেন এক যথার্থ বলিদান রূপে৷
  • 38:03 যিহুদী নেতারা, মহা যাজক দ্বারা চালিত, যিহুদাকে তারা তিরিশটি রৌপ্প মুদ্রা দেন যীশুর সাথে বিশ্বাস ঘাতকতা করার জন্য৷
    • 39:01 সৈন্যরা যীশুকে মহা যাজকের বাড়ি আনেন যাতে মহা যাজক তাঁকে প্রশ্ন করতে পারেন৷
  • 39:03 অবশেষে মহা যাজক যীশুর দিকে সোজাসুজি তাকালেন ও বললেন, “আমাদের বল, তুমিই কি মশীহ, জীবিত ঈশ্বরের পুত্র ?”
  • 44:07 পরের দিন, যিহুদী নেতারা পিতর ও যোহনকে মহা যাজকদের ও অন্যন্য নেতাদের কাছে আনলেন৷
  • 45:02 সুতরাং ধর্মীয় নেতারা স্টিফেনকে বন্দী করলেন এবং তাকে মহা যাজকের ও অন্নান্য যিহুদী কাছে আনলেন, যেখানে স্টিফেনের বিরুদ্ধে অনেক মিথ্যা স্বাক্ষ্যকারীরা ছিল৷
  • 46:01 মহা যাজক সৌলকে দামাস্কাস গিয়ে খ্রিস্তিয়ান্দের ধরে আনার ও যিরূশালেমে তাদের ফিরিয়ে আনার অনুমতি দেন৷
  • 48:06 জিহ্সু হলেন মহান __মহা যাজক__৷ অন্য যাজকদের মত নয়, তিনি নিজেকেই বলিদান করেছেন একমাত্র বলি দান রূপে যাতে পৃথিবীর সমস্ত মানুষের পাপকে তুলে নেবার জন্য৷ যীশু ছিলেন যথার্থ মহা যাজক কারণ তিনি মানুষের সকল পাপের স্বাস্তিকে নিজের ওপর তুলে নিয়েছেন৷

শব্দ তথ্য:

  • Strong's: H7218, H1419, H3548, G748, G749