bn_tw/bible/names/annas.md

2.1 KiB

হানন

ঘটনা:

যিরুশালেমে যিহুদী মহাযাজক হানন 10 বছরের জন্য যাজকত্ব করে ছিল, প্রায় 6 খ্রীষ্টাব্দ থেকে 15 খ্রীষ্টাব্দ পর্যন্ত | তারপর রোমান সরকার দ্বারা মহাযাজক পদ থেকে সে অপসারিত হয়, তথাপি সে যিহুদীদের মধ্যে একজন প্রভাবশালী নেতার মত কাজ চালিয়ে যায় |

  • হানন ছিল কায়াফার শশুর, যীশুর সেবা কাজের সময়কালে তিনি মহাযাজক ছিলেন |
  • মহাযাজক অবসর নেওয়ার পর, তারা তাদের উপাধি রেখে দিত, তার সঙ্গে কিছু পদাধিকার সংক্রান্ত দ্বায়িত্ব রেখে দিত, তাই কায়াফা এবং অন্যদের মহাযাজকত্ব কালে, তখনও হাননকে মহাযাজক হিসাবে উল্লেখ করত |
  • যিহুদী নেতাদের সামনে তাঁর বিচার চলাকালীন, যীশুকে প্রথমবার হাননের কাছে আনা হয়েছিল প্রশ্নের জন্য |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ কিভাবে করতে হয়)

(এছাড়াও দেখুন: মহাযাজক, যাজক)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G452