bn_tw/bible/kt/kingdomofgod.md

8.0 KiB
Raw Permalink Blame History

ঐশ্বরিক রাজ্য, স্বর্গরাজ্য

সংজ্ঞা:

“ ঐশ্বরিক রাজ্য” এবং “স্বর্গরাজ্য” শব্দ দুটিই নির্দেশ করে ঈশ্বরের শাসন এবং অধিকারকে সমস্ত মানুষ এবং সৃষ্টির উপরে৷

  • যিহুদিরা প্রায় ঈশ্বরকে নির্দেশ করতে “স্বর্গ” শব্দটি ব্যাবহার করত তাঁর নামকে সরাসরি নেওয়া এড়িয়ে গিয়ে৷ (দেখুন:লক্ষ্যনা
  • নতুন নিয়মে মথির লেখাতে, সে “ঈশ্বরের রাজ্য”কে “স্বর্গ রাজ্য” উল্লেখ করেছে, কারণ সে সম্ভবত প্রাথমিক ভাবে যিহুদি পাঠকদের কাছে লিখছিলেন৷
  • স্বর্গরাজ্য নির্দেশ করে আত্মিক একই সাথে শারীরিক ঈশ্বর শাসিত লোকেদের জগতকে৷
  • পুরানো নিয়মের ভাববাদীরা বলেছেন যে ধার্মিকতার সাথে শাসন করতে ঈশ্বর মশীহকে পাঠাবেন৷ ঈশ্বরের পুত্র, যিশু, হলেন মশীহ যিনি অনন্তকাল অবধি ঈশ্বরের রাজ্যে শাসন করবেন৷

অনুবাদ নির্দেশাবলী:

  • “ঈশ্বরের রাজ্য” এভাবেও অনুবাদ হতে পারে, প্রসঙ্গ নির্ভরশীল যথা “ঐশ্বরিক শাসন(রাজা রূপে)” বা “যখন ঈশ্বর রাজা রূপে রাজত্ব করবেন” বা “সমস্ত কিছুর উপরে ঈশ্বরের শাসন৷”
  • “স্বর্গরাজ্য” শব্দটি এভাবেও অনুবাদ করা যেতে পারে যথা “রাজা রূপে স্বর্গ থেকে ঈশ্বরের শাসন” বা “স্বর্গে ঈশ্বরের রাজত্ব” বা “স্বর্গের রাজত্ব” বা “সমস্ত কিছুর উপরে স্বর্গের রাজত্ব৷” যদি “স্বর্গরাজ্য” এটি এমন সহজ ও পরিস্কার ভাবে অনুবাদ না করা যায়, পরিবর্তিত অনুবাদ হতে পারে৷
  • কিছু অনুবাদক “স্বর্গ”কে বড় হস্তাক্ষরে পছন্দ করে এটি ঈশ্বরকে দেখাতে উল্লেখ করে৷ বাকিরা টীকা অনর্ভুক্ত করে থাকেন, যেমন “স্বর্গরাজ্য(সেটি ঈশ্বরের রাজ্য)৷”

একটি ছাপান বাইবেলের নিচে দেওয়া টীকা “স্বর্গ” মুখাবয়াবটির অর্থ ব্যাখ্যা করতে ব্যাবহার হয়৷

(দেখুন:ঈশ্বর,স্বর্গ,রাজা,রাজত্ব,যিহুদিদের রাজা,রাজত্ব)

বাইবেল পদ:

বাইবেল ঘটনাবলী থেকে উদাহারণ:

  • ২৪:০২ সে(যোহন) তাদের কাছে প্রচার করেছিলেন,বলছেন, “মন ফেরাও, __ স্বর্গরাজ্য নিকটে__!
  • ২৮:০৬ তারপরে যিশু তাঁর শিষ্যদের বললেন, “আর ধনবানদের পক্ষে__ স্বর্গে রাজ্যে__ প্রবেশ করা অত্যন্ত কঠিন! হ্যা, ছুচের ছিদ্র দিয়ে এক উঠের প্রবেশ করা সহজ যতটা ধনবানদের __ স্বর্গরাজ্যে__ প্রবেশ করতে নয়৷
  • ২৯:০২ যিশু বলেছেন, __ “স্বর্গরাজ্য__ হলো এক রাজা তার দাসদের সাথে হিসাব নির্দিষ্ট করেনেন৷”
  • ৩৪:০১ স্বর্গরাজ্য__ সম্পর্কে যিশু আরো অনেক ঘটনা বলেছিলেন৷ উদাহারণ, তিনি বলেছেন, “__ স্বর্গরাজ্য__ হলো এক সরিষার দানার মত যা কেউ নিজের জমিতে লাগিয়েছে৷”
  • ৩৪:০৩ যিশু অন্য ঘটনা বলেছেন, “স্বর্গরাজ্য” হলো খামিরের মত যা একজন মহিলা রুটির তালে মেশায় যতক্ষণ না তা সমস্ত তালটিতে ছড়িয়ে পড়ে৷”
  • ৩৪: “স্বর্গরাজ্য” হলো এক গুপ্তধনের মত যা কেউ মাঠে পুঁতে রাখে.. অন্য কেউ সেই গুপ্তধনকে খুঁজে পায় এবং পুনরায় তা পুঁতে ফেলে৷”
  • ৩৪:০৫ “স্বর্গরাজ্য” হলো এক শ্রেষ্ঠ মানের নিঁখুদ পাথর৷”
  • ৪২:০৯ তিনি নানান ভাবে তাঁর শিষ্যদের কাছে প্রমান দিয়েছেন যে তিঁনি জীবিত, এবং “স্বর্গরাজ্য” সম্পর্কে তিঁনি তাদেরকে বলেছেন৷
  • ৪৯:০৫ যিশু বলেছেন যে__ স্বর্গরাজ্য__ হলো পৃথিবীর অন্য সবকিছুর থেকে অধিক গুরুত্বপূর্ণ৷
  • ৫০:০২ যখন যিশু এই জগতে ছিলেন তিঁনি বলেছেন, আমার শিষ্যরা সকল জায়গায় লোকেদের কাছে স্বর্গরাজ্য সম্পর্কে সুসমাচার প্রচার করবে, তারপরে শেষ সময় উপস্থিত হবে৷”

শব্দ তথ্য:

  • Strong's: G932, G2316, G3772