bn_tw/bible/kt/kingofthejews.md

4.1 KiB
Raw Permalink Blame History

যিহুদিদের রাজা, যিহুদিদের রাজা

সংজ্ঞা:

“যিহুদিদের রাজা” শব্দটি হলো একটি পদবি যা যিশুকে নির্দেশ করে, মশীহ৷

  • এই পদবি বাইবেলে প্রথম নথিভুক্ত হয় যখন সেই ধার্মিক লোকেরা বেতলেহেমে এসেছিল “যিহুদিদের রাজাকে” দেখতে৷
  • স্বর্গদূত মরিয়ামের কাছে প্রকাশ করেছিল যে তার পুত্র, দায়ুদের এক বংশধর, রাজা হবে ও যার রাজত্ব অনন্তস্থায়ী৷
  • যিশুর ক্রুশারোপনের আগে, রোমীয় সেনারা তাঁকে কৌতুক তাচ্ছিল্য সুরে “যিহুদিদের রাজা” বলে ডেকেছিল৷ এছাড়াও এই পদবি এক কাঠের টুকরোতে লিখে যিশুর ক্রুশের উপরে আটকে দেওয়া হয়৷

সত্যই যিশু যিহুদিদের রাজা এবং সকল সৃষ্টির রাজা৷

অনুবাদ যুক্তিদ্বয়:

  • “যিহুদিদের রাজা” শব্দটি এভাবেও অনুবাদ করা যেতে পারে “যিহুদিদের উপরে রাজা” বা “ রাজা যিনি যিহুদিদের উপর রাজত্ব করবেন” বা “ যিহুদিদের শ্রেষ্ঠ শাসক৷”
  • বিচার করে দেখুন “এর রাজা” বাক্যটি অন্য সব যায়গাতে কিরূপে অনুবাদ হয়েছে৷

(দেখুন:বংশধর,যিহুদি,যিশু,রাজা,রাজত্ব,ঈশ্বরের রাজ্য,ধার্মিক লোকেরা)

বাইবেল পদ:

বাইবেলের ঘটনা থেকে উদাহারণ:

  • ২৩:০৯ কিছু সময় পরে, দূরবর্তী পূর্ব দেশের ধর্মিক লোকেরা আকাশে এক অসাধারণ তারাকে দেখে ছিলেন৷ তারা বুঝেছিল এর নতুন অভিপ্রায়__যিহুদিদের রাজা__জন্মেছিলেন৷
  • ৩৯:০৯ পিলাত যিশুকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি কি__যিহুদিদের রাজা__?”
  • 39:12 রোমীয় সেনারা যিশুকে বেত্ত্রাঘাত করেন এবং এক রাজকীয় পোষাক ও কাঁটার মুকুট তাকে পরান৷ তারপরে তারা তাকে তিরস্কার করে বলেন, “দেখো,যিহুদিদের রাজাকে|”
  • :০২ পিলাতের আজ্ঞাতে তারা এক সাক্ষর লেখে, “যিহুদিদের রাজা” এবং যিশুর মাথার উপরে ক্রুশে তা টাঙানো হয়৷

শব্দ তথ্য:

  • Strong's: G935, G2453