bn_tw/bible/kt/jew.md

3.6 KiB

যিহূদী, যিহুদীয়রা, যিহূদীয়

ঘটনা:

যিহূদী যারা ছিল আব্রাহামের নাতি যাকোবের বংশধর ৷ “যিহুদী” শব্দটি এসেছে “যিহুদা” শব্দ থেকে ৷

  • লোকেরা ইস্রায়লিয় বলতে শুরু করে “যিহূদীরা” পরে বাবিল বন্দিত্ব থেকে মুক্ত হয়ে যিহূদাতে ফিরে আসে ৷
  • যীশু যিনি মোশিহ ছিলেন একজন যিহূদিয়া ৷ যাইহোক, যিহূদিয়াদের ধর্মীয় নেতারা যীশুকে অস্বীকার করে ও তাঁকে প্রাণদন্ড দেবার দাবি করে ৷
  • প্রায়শঃ “যিহুদীয়”এই বাক্যাংশটি যিহুদীয় নেতাদের বোঝায়, সকল যিহূদীয় লোকেদের নয় ৷ এই পটভূমিতে কিছু অনুবাদ “নেতাদের” কথাটি যুক্ত করা হয়েছে স্বচ্ছ রূপে বোঝাতে ৷

(অবশ্য দেখুন: আব্রাহাম, যাকোব, ইস্রায়েল, বাবিল, যিহুদীয় নেতারা)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 20:11 এখন ইস্রায়েলীয়দের বলা হয় যিহূদীয় এবং তাদের বেশিরভাগ বাবিলে বাস করতো ৷
  • 20:12 পরে সত্তর বছর বন্দিত্বের পর, যিহূদীদের একটি ছোট দল যিহূদার যিরূশালেম শহরে ফিরে আসে
  • 37:10 যিহূদীদের মধ্যে যীশুতে বিশ্বাস করে কারণ এই আশ্চর্য্য কাজ দেবে ৷
  • 37:11 কিন্তু যিহূদীয় ধর্মগুরুরা ছিল ঈর্ষাপরায়ণ, সুতরাং সকলে একত্রে পরিকল্পনা করে যীশু ও লাসারকে মারার ৷
  • 40:02 পিলাতের আদেশে তারা যীশুর ক্রুশের একদম ওপরে “যিহূদীদের রাজা” এই কথাটি লিখে টাঙ্গিয়ে দেয় ৷
  • 46:06 এদের বিরুদ্ধে, সৌল যীশুকে প্রচার করেন ৷

শব্দ তথ্য:

  • Strong's: H3054, H3061, H3062, H3064, H3066, G2450, G2451, G2452, G2453, G2454