bn_tw/bible/names/jacob.md

4.9 KiB

ইস্রায়েল, ইস্রায়েলীয়, ইস্রায়েলীয়রা, যাকোব

ঘটনা:

ইসহাক ও রেবেকার জমজ সন্তানদের মধ্যে যাকোব হলো ছোট ৷

  • যাকোব নামের অর্থ হলো “গোড়ালি টেনে ধরা” বর্ণনা করলে “প্রতারনা ৷” যখন যাকোবের জন্ম হয়েছিল, তখন সে তার জমজ ভাই এষৌর গোড়ালি টেনে ধরেছিল ৷
  • অনেক বছর পর ঈশ্বর যাকোবের নাম বদলে “ইস্রায়েল,” রাখেন যার অর্থ হলো “সে ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেছে ৷”
  • জেকব ছিল চালাক এবং প্রতারক ৷ সে তার বড় ভাই এষৌর প্রথমজাতর আশীর্বাদ এবং উত্তরাধিকার নেবার এক পথ খুঁজে পায় ৷
  • এষৌ রেগেছিল এবং তাকে মারার পরিকল্পনা করে আর যাকোব তার বাড়ি থেকে পালিয়ে যায় ৷ কিন্তু কিছু বছর পর যাকোব তার স্ত্রী ও সন্তানদের সহিত কনান দেশে ফিরে আসে যেখানে এষৌও বাস করছিল, আর সেখানে তারা দুই পরিবার সুখে শান্তিতে বাস করছিল ৷
  • যাকোবের বারটি ছেলে ছিল ৷ তার সন্তানরা ইস্রায়েলের বারটি গোষ্ঠীতে পরিনত হয় ৷
  • যাকোব নামের অন্য একজনের নাম মথি নামক বইতে লিপিবদ্য আছে যিনি যোসেফের পিতা ৷

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করা হয়)

দেখুন: কোনান, প্রতারণা, এষৌ, ইসহাক, ইস্রায়েল, রেবেকা, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেলের পদগুলি:

বাইবেল থেকে উদাহরণ:

  • 07:01 শিশুদুটি বেড়েউঠছিল,রেবেকা ভালবাসত যাকোব,কিন্তু ইসহাক এষৌকে ভালবাসত ৷ যাকোব বাড়িতে থাকতে ভালবাসত, কিন্তু এষৌ শিকার করতে ভালবাসত ৷
  • 07 :07 যাকোব অনেক বছরের জন্য বাস করলেন, এবং তিনি বিবাহ করলেন এবং বারটি ও একটি মেয়ে হয়েছিল ৷ ঈশ্বর তাকে খুব সম্পদশালী করলেন ৷
  • 07 :08 সেখান থেকে কুড়ি বছর পর নিজের দেশ কনানে ফিরলেন, যাকোব তার পরিবারের সাথে ৷
  • 07:10 ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি যা তিনি আব্রাহামের সঙ্গে এবং পরে ইসহাকের সঙ্গে করেছিলেন এখন তা যাকোবের সঙ্গে করলেন ৷
  • 08:01 অনেক বছর পর যখন যাকোব বৃদ্ধ , সে তার প্রিয় পুত্র যোসেফকে তার ভাইদের তদারকি করার জন্য পাঠালেন যারা পশুপালের দেখাশুনা করছিল ৷

শব্দ তথ্য:

  • Strong's: H3290, G2384