bn_tw/bible/names/canaan.md

3.6 KiB

কনান, কনানীয়, কনানীয়রা

ঘটনা:

কনান ছিল হামের ছেলে, তিনি নোহের আরেক ছেলে | কানানীয়রা ছিল কাননের বংশ ধর |

  • “কনান” শব্দটা বা “কনান দেশ” আরও একটা জায়গা যর্দন নদী এবং ভুমধ্যসাগরের মধ্যবর্তীর এলাকার কথা উল্লেখ করে | এটা বিস্তৃত দক্ষিনে মিশরের সীমা পর্যন্ত এবং উত্তরে সিরিয়ার সীমা পর্যন্ত |
  • এই জায়গা কনানীয়দের দ্বার অধিষ্ঠিত, যেমন অন্য লোকেদের গোষ্ঠিরাও রয়েছে|
  • ঈশ্বর অব্রাহামের এবং তার বংশধরদের, সেই ইস্রায়েলীয়দের কাছে প্রতিজ্ঞা করেন কনান দেশ দেওয়ার |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: হাম, প্রতিজ্ঞাত দেশ)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 04:05 তিনি (আব্রাম) তাঁর স্ত্রী, সারিকে নিলেন, তাঁর সমস্ত দাসের সঙ্গে এবং যা কিছুর তিনি মালিক এবং ঈশ্বর যে দেশ তাঁকে দেখিয়ে ছিলেন সেই দেশে গেলেন, সেই কনান দেশে |
  • 04:06 যখন আব্রাম কনানে পৌঁছান ঈশ্বর বললেন, “তোমার চারিদেকে দেখ | এই সমস্ত জমি যা তুমি দেখছ আমি তোমায় এবং তোমার বংশধরদের উত্তরাধিকার হিসাবে দেব |
  • 04:09 "আমি তোমার বংশধরদের কনান দেশ দি |
  • 05:03 " আমি তোমায় এবং তোমার বংশধরদের কনান দেশ দেব তাদের অধিকার হিসাবে এবং আমি তাদের চিরকালের ঈশ্বর হব |”
  • 07:08 তিনি কনাণের ঘর থেকে কুড়ি বছর দূরে থাকার পর, যাকোব তাঁর পরিবারের, তাঁর দাসদাসী এবং তাঁর সমস্ত পশুপালের সাথে সেখানে ফিরে এসেছিলেন |

শব্দ তথ্য:

  • Strong's: H3667, H3669, G2581, G5478