bn_tw/bible/names/ham.md

1.6 KiB

হাম

ঘটনা :

নোহর তিনটে ছেলে ছিল তার মধ্যে দিব্তিয ছেলের নাম হাম.

বিশ্ববেপি বন্যা যা সারা পৃথিবী জুড়ে হয়েছিল, হাম ওহ তার ভায়েরা তাদের স্ত্রী দের সঙ্গে নোহর সঙ্গে নৌকায় উঠেছিল । বন্যার পরে একসময়ে হাম তার বাবা নোহর প্রতি খুব অসম্মান পূর্ণ ব্যেবহার করেছিল । তার ফলসরূপ নোহ হামের পুত্র কনান ওহ তার বংস কে অভিসাপ দিয়েছিল যারা কনানিও নাম পরিচিত .

(অনুবাদ প্রসঙ্গ : কি ভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখো : জাহাজ, কনান, অসম্মান, নোহ

বাইবেলের পদগুলো :

শব্দ তথ্য:

  • Strong's: H2526