bn_tw/bible/names/noah.md

3.3 KiB

নোহ

ঘটনা:

নোহ ছিল একজন মানুষ যিনি 4000 বছর আগে বাস করতেন, সেই সময় ঈশ্বর সমগ্র পৃথিবীতে বন্যা পাঠালেন সমস্ত মন্দ মানুষদের ধ্বংস করতে | ঈশ্বর নোহকে একটা বিশাল জাহাজ বানাতে বললেন যার মধ্যে তিনি এবং তার পরিবার বাস করতে পারে যতদিন বন্যার জল পৃথিবীকে ঢেকে রাখে |

  • নোহ ছিলেন একজন ধার্মিক মানুষ যিনি সর্ব বিষয়ে ঈশ্বরের বাধ্য ছিলেন |
  • যখন ঈশ্বর নোহকে বললেন কিভাবে বিশাল জাহাজ বানাতে হবে, নোহকে যেমন ঈশ্বর বলেছিলেন ঠিক সেরকমই তিনি বানালেন |
  • জাহাজের ভিতরে, নোহ এবং তার পরিবার সুরক্ষিত ছিল এবং পরে তাদের সন্তান এবং নাতি নাতনি পৃথিবী মানুষে পরিপূর্ণ করল |
  • সেই বন্যার সময় থেকে প্রত্যেকে যারা জন্মেছে তারা নোহর বংশধর |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: বংশধর,জাহাজ)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 03:02 কিন্তু নোহ ঈশ্বরের কাছে অনুগ্রহ পেলেন |
  • 03:04 নোহ ঈশ্বরের বাধ্য হলেন | তিনি এবং তার তিন ছেলে জাহাজ বানালেন যেমন ঈশ্বর বলেছিলেন |
  • 03:13 দুমাস পর ঈশ্বর নোহকে বললেন, “তুমি এবং তোমার পরিবার এবং সমস্ত পশু-পাখি এখন জাহাজ ছাড়তে পার | অনেক সন্তান এবং নাতি-নাতনি থাকুক এবং পৃথিবী পূর্ণ কর |” তখন নোহ এবং তার পরিবার জাহাজ থেকে নেমে এলেন |

শব্দ তথ্য:

  • Strong's: H5146, G3575