bn_tw/bible/other/12tribesofisrael.md

2.6 KiB

ইস্রায়েলের বারো গোষ্ঠী,ইস্রায়েল সন্তানদের বারো গোষ্ঠী, বারো গোষ্ঠী

সংজ্ঞা

“ইসরায়েলের বারো গোষ্ঠী” বলতে যাকোবের বারো জন পুত্র ও তাদের বংশধরদের বোঝায়

  • যাকোব ছিলেন অব্রাহামের নাতি ঈশ্বর পরবর্তিকালে যাকোবের নাম পরিবর্তন করে ইস্রায়েল করেন
  • গোষ্ঠির নাম গুলি হলো এই রূবেণ, শিমিয়ন, লেবি, যিহূদা, দান, নপ্তালি, গাদ, আশের, ইষাখর, সবূলূন, যোষেফ এবং বিন্যামীন
  • লেবির বংশধরদের, কনান দেশে কোনো জমির উপর উত্তরাধিকার ছিলোনা কারণ তারা ছিল যাজক গোষ্ঠী, যাদের ঈশ্বর ও তার লোকেদের সেবা করার জন্য পৃথক করা হয়েছিল
  • যোষেফ জমির দ্বিগুন উত্তরাধিকার পান যা তাঁর দুই পুত্র ইফ্রয়িম ও মনঃশিকে দেওয়া হয়
  • বাইবেলে অনেক জায়গাতেই বারো গোষ্ঠির তালিকাতে সামান্য পরিবর্তন দেখা যায় কখনো লেবি, যোষেফ কিংবা দান কে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আবার কখনো যোষেফের দুই পুত্র ইফ্রয়িম ও মনঃশিকে তালিকাভুক্ত করা হয়েছে

(আরও দেখুন: উত্তরাধিকার, Iইস্রায়েল, যাকোব, যাজক, গোষ্ঠী)

বাইবেল উদাহরণ:

শব্দ তথ্য:

  • Strong's: H3478, H7626, H8147, G1427, G2474, G5443