bn_tw/bible/kt/israel.md

4.9 KiB

ইসরায়েল, ইস্রায়েলীয়রা

ঘটনা :

ইসরায়েল নামটি ঈশ্বর যাোকব কে দিয়েছিলেন। এই নামের আর্থ “ঈশ্বর এর সাঙ্গে যুদ্ধকারী”

  • যাোকব এর বংশরা পরিচিত “ ইসরায়েল” বা “ ইসরায়েল জাতি” বা “ইস্রায়েলিয়”
  • ঈশ্বর ইস্রাএল লকেদের সঙ্গে তার চুক্তি স্তাপন করেছিল। তারা তাঁর মনোনীত জাতি।
  • ইস্রাএল দেশটি যাোকব এর বারো বংশ কে নিয়ে গঠিত।
  • রাজা সলোমনের মৃত্যুর পরে ইস্রাএল দু ভাগে বিভক্ত হই, দক্ষিণ দেশটি “ িযহুদা” এবং উত্তর দেশটি “ইস্রায়েল” নামে পরিচিত।
  • অনেক সময় ইসরায়েল অনুবাদ এইভাবে হই “ইস্রায়েলীয়রা” বা “ ইসরায়েল জাতি” প্রসঙ্গ এর উপর নিরভর করে,

(আর দেখঃ যাোকব,ইস্রেয়েল রাজ্য, দেশ, ইসরায়েল এর বারো বন্স)।

বাইবেল অনুছেদ

বাইবেলের কাহিনি থেকে উদাহারন

  • 08:15 যাোকব এর বারো বংশ পরবর্তী কালে ইসরায়েল এর বারো বংশ নামে পরিচিত
  • 09:03 মিসরীয়রা ইসরায়েল এ দের উপর জোর দেখিয়ে অনেক শহর গড়ে তুলেছিল সমস্ত শহরে।
  • 09:05 একজন ইস্রায়েলিও মহিলা পুত্র সন্তানের জন্ম দেয়।
  • 10:01 তারা বলল, “ ইহা জা ইস্রাএল এর ঈশ্বর বলেন “ আমার লোকদেরকে কে যেতে দাও”।
  • ১৪ঃ১২ সমস্ত কিছু কে ফেলে ইস্রায়েল লোকেরা বচসা ও বিরুধাচরন ঈশ্বর ওহ মশির বিরুদ্ধে।
  • 15:09 ঈশ্বর ইস্রায়েল এর পক্ষে যুদ্ধ করতে শুরু করলো। তিনি ইমোরীয়দেরকে বিভ্রান্ত করে দিয়েছিলেন এবং তিনি বড় বড় শিলাবৃষ্টি পাঠিয়েছিলেন যা আমোরীয়দের অনেককে হত্যা করেছিল।
  • ১৫ঃ১২ এই যুদ্ধের পরে ঈশ্বর ইস্রায়েল প্রত্যেক বংশ কে তাদের কে প্রতিজ্ঞার দেশ দিলেন। তারপর ঈশ্বর ইস্রায়েল এ শান্তি দিলেন জা প্রত্যেক সীমানা এ ছিল।
  • ১৬ঃ১৬ ঈশ্বর মূর্তিপূজার জন্য ইস্রায়েল কে শাস্তি দিয়েছিলেন।
  • 43:06 ইস্র্যেল লকেরা যিশু একজন ছিলেন যিনি ঈশ্বর এর শক্তি তে অনেক মহৎ মহৎ কাজ করেছিলেন যা তোমারা ইতিমধ্যে জান।

শব্দ তথ্য:

  • Strong's: H3478, H3479, H3481, H3482, G935, G2474, G2475