bn_tw/bible/names/kingdomofisrael.md

5.0 KiB

ইস্রায়েল সাম্রাজ্য

ঘটনা:

কিভাবে ইস্রায়েলের উত্তর ভাগ ইস্রায়েল সাম্রাজ্যে পরিণত হয়েছিল সলোমনের মৃত্যুর পরে যখন ইস্রায়েলের বারো গোষ্ঠী দুটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায়৷

  • উত্তরে ইস্রায়েল সাম্রাজ্যে ১০টি গোষ্ঠী, এবং দক্ষিনে যিহুদা সাম্রাজ্যে ২টি গোষ্ঠী ছিল৷
  • ইস্রায়েল এর রাজধানী ছিল সমরীয়৷ এটি যিহুদার রাজধানী যেরুসালেম থেকে ৫০ কিলোমিটার দূরত্বে৷
  • ইস্রায়েলের সমস্ত রাজারা মন্দ ছিল৷ তারা মানুষকে মাটির প্রতিমা ও মিথ্যা ঈশ্বরকে আরাধনা করতে প্ররোচনা দিয়েছিল৷
  • ইস্রায়েল সাম্রাজ্যকে আক্রমন করতে ঈশ্বর অসরীয়কে পাঠিয়েছিলেন৷ অনেক ইস্রায়েলীয়দের অসরীয়তে বন্দী করে নিয়ে যাওয়া৷
  • ইস্রায়েলের অবশিষ্টদের সাথে বসতি করতে অসরীয় সেখানে বিদেশীদের নিয়ে এসেছিলেন৷ এই বিদেশীরা ইস্রায়েলীয়দের সাথে বিয়ে করেন, এবং তাদের উত্তরসুরীরা সমরীয় জাতি নামে পরিচিত হয়৷

(দেখুন: অসরীয়,ইস্রায়েল,যিহুদা,যেরুসালেম,সাম্রাজ্য,সমরীয়

বাইবেল পদ:

বাইবেলের ঘটনাবলী থেকে উদাহারণ:

  • ১৮:০৮ ইস্রায়েলের বাকি ১০টি গোত্র রেহোবাম এর বিরুদ্ধে বিদ্রোহকোরে যেরোবামকে তাদের রাজা মনোনীত করেন৷ তারা তাদের সাম্রাজ্যকে উত্তরভাগের স্থানে প্রতিষ্ঠা করেন যাকে বলা হত __ইস্রায়েল সাম্রাজ্য__৷
  • ১৮:১০ যিহুদা এবং ইস্রায়েল সাম্রাজ্য একে অপরের সত্রু হয়ে ওঠে এবং তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকত৷
  • ১৮:১১ নতুন ইস্রায়েল সাম্রাজ্যে সকল রাজারা মন্দ ছিল৷
  • ২০:০১ ইস্রায়েল সাম্রাজ্য এবং যিহুদা উভয় ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে৷
  • ২০:০২ ইস্রায়েল সাম্রাজ্য অসরীয় সাম্রাজ্য দ্বারা ধংস হয়, এক শক্তিশালি, নিষ্ঠুর রাজ্য৷ অসরীয় ইস্রায়েলের অনেক কে হত্যা করেন, সমস্ত মূল্যবান বস্তুকে নিয়ে যায়, এবং দেশের অধিকাংশ পুড়িয়ে ফেলেন৷
  • 20:04 থপর অসরীয় বিদেশীদের নিয়ে আসে বসতি দেন যেখানে ইস্রায়েল সাম্রাজ্য ছিল৷ এই বিদেশীরা সেই বিধ্বংসী শহরকে পুনরায় নির্মান করেন ও যে সমস্ত ইস্রায়েলীয়রা সেখানে ছিল তাদের বিবাহ করেন৷ ইস্রায়েলের সেই সকল বংশসধরেরা যারা বিদেশীদের বিবাহ করেন তাদেরকে সমরীয় বলা হত৷

শব্দ তথ্য:

  • Strong's: H3478, H4410, H4467, H4468