bn_tw/bible/names/kingdomofjudah.md

5.0 KiB
Raw Permalink Blame History

যিহুদা, যিহুদা সাম্রাজ্য

ঘটনা:

ইস্রায়েলের বারো গোষ্ঠীর মধ্যে যিহুদা সবথেকে বড় ছিল৷ যিহুদা সাম্রাজ্য যিহুদা ও বিন্যামীন গোষ্ঠী দ্বারা গঠিত ছিল৷

  • রাজা সলোমনের মৃত্যুর পরে, ইস্রায়েল দুটি সাম্রাজ্যে বিভক্ত হয়ে যায়৷ ইস্রায়েল এবং যিহুদা৷ যিহুদা সাম্রাজ্য ছিল দক্ষিণী সাম্রাজ্য, লবন সমুদ্রের পশ্চিমে অবস্থিত৷
  • যিহুদা সাম্রাজ্যের রাজধানী ছিল যেরুসালেম৷
  • যিহুদার আট রাজা সদাপ্রভুর বাধ্য ছিলেন এবং তাঁর আরাধনা করতে লোকেদের পরিচালনা করেছিলেন৷ যিহুদার অন্য সকল রাজারা মন্দ ছিল এবং লোকেদের প্রতিমা পুজো করতে পরিচালনা করেছিল৷
  • অসরীয় ইস্রায়েলকে (উত্তর সাম্রাজ্য) পরাজিত করার প্রায় ১২০ বছর পর, যিহুদা ব্যাবিলনের দ্বারা পরাস্ত হয়৷ ব্যাবিলোনিয়রা শহর ও মন্দিরকে ধংস করেন, এবং যিহুদার অধিকাংশ লোককে বন্দী রূপে ব্যাবিলনে নিয়ে যায়৷

(দেখুন: যিহুদা,লবন সমুদ্র)

বাইবেল পদ:

বাইবেল ঘটনাবলী থেকে উদাহারণ:

  • ১৮: শুধু দুটি গোষ্ঠী তখনও তাঁর বাধ্য ছিল (রেহোবাম)৷ এই দুটি জাতিই পরিণত হয় __যিহুদা সাম্রাজ্যে__৷
  • ১৮:১০ যিহুদা সাম্রাজ্য এবং ইস্রায়েল একে অপরের সত্রু হয়ে ওঠে এবং প্রায় তাদের মধ্যে যুদ্ধ হত৷
  • ১৮:১৩ যিহুদার রাজারা দায়ুদ এর বংশধর ছিল৷ সেখানে কিছু ভালো রাজারা ছিল যারা ধার্মিকরূপে বিচার এবং ঈশ্বরের আরাধনা করত৷ কিন্তু যিহুদার বেশিরভাগ রাজা মন্দ ছিল, ভ্র্রস্ট, এবং তারা মূর্তি পূজা করত৷
  • ২০:০১ যিহুদা এবং ইস্রায়েল সাম্রাজ্য উভয় ঈশ্বরের বির্রুদ্ধে পাপ করেছিল৷
  • ২০:০৫ যিহুদার লোকেরা দেখেছিল ঈশ্বরের বাধ্য ও বিশ্বস্থ না হওয়াতে তিনি কিরূপে ইস্রায়েলকে দন্ড দিয়েছিলেন৷ কিন্তু তারা তখনও মূর্তি পূজা করছিল,এমনকি কানানীয় দেবদেবিদেরও৷
  • ২০:০৬ অসরীয় ইস্রায়েলকে পরাজিত করবার প্রায় ১০০ বছর পরে, ঈশ্বর নবুখতনিতসর কে প্রেরণ করেন, ব্যাবিলনের রাজা, যিহুদা সাম্রাজ্যকে আক্রমন করেন৷
  • ২০:০৯ নেবুখাদনিত্সর এবং তার সৈন্যরা যিহুদার প্রায় সমস্ত লোকেদেরকে নিয়ে যায় ব্যাবিলনে, শুধু মাত্র দুর্বল লোকেদেরকে ফেলে যান মাঠে চাষবাস করতে৷

শব্দ তথ্য:

  • Strong's: H4438, H3063