bn_tw/bible/names/judah.md

2.3 KiB

যিহুদা

ঘটনা:

যিহুদা ছিল যাকোবের বড় সন্তাদের মধ্যে একজন৷ তার মায়ের নাম ছিল লেয়া৷ তার বংশধরদের বলে “যিহুদা গোষ্ঠী”

  • যিহুদা হলো সেই ব্যাক্তি যে তার ছোট ভাই যোসেফকে গর্তে ফেলে দেবার পরিবর্তে দাসত্ত করার জন্য বিক্রি করে দিতে বলে৷
  • রাজা দায়ুদ এবং সকল রাজারা তার পর যিহুদার বংশধর হয়েছিল৷ এমনকি যীশু ও যিহুদার বংশধর ছিল৷
  • যখন রাজা সলোমনের রাজত্ব শেষ ও জাতী বিভক্ত হয়ছিল, তখন যিহুদা রাজ্য ছিল দক্ষিনের রাজ্য৷
  • নতুন নিয়মে প্রকাশিত বাক্য নামক বইতে, যীশু কে “জিহুদার সিংহ” বলা হয়েছে৷
  • “যিহুদী” শব্দটি এবং “যিহুদিয়” শব্দটি “যিহুদা” শব্দ থেকে এসেছে৷

(অনুবাদের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ করাহয়)

(অবশ্য দেখুন: যাকোব, যিহুদী, যিহুদা, যিহূদীয়, ইস্রায়েলের বারো গোষ্ঠী)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3063