bn_tw/bible/names/judea.md

2.7 KiB

যিহুদিয়া

ঘটনা

“যিহুদিয়া” শব্দটি ইস্রায়েল এর এক পুরুনো জায়গাকে বোঝায়৷ এটি কখনো ছোট অর্থে ও কখনো বড় অর্থে ব্যাবহার করা হয়েছে৷

  • কখনো “যিহুদিয়া” ছোট অর্থে ব্যাবহার হয়েছে পুরনো ইস্রায়ে এর দক্ষিন অংশের প্রদেশকে বোঝাতে যা পশ্চিম মৃত সাগরের কাছেই৷ কোনো অনুবাদে একে “যিহুদা” ও বলা হয়েছে৷
  • অন্য জায়গায় “যিহুদিয়া” বড় অর্থে ব্যাবহার করা হয়েছে পুরনো ইস্রায়েল এর গালীল, সমরিয়, পেরিয়া, ইদোমিয়, এবং যিহুদিয়া (যিহুদা)
  • যদি অনুবাদকারী বড় অর্থের যিহুদিয়ার এক পরিষ্কার ধারণা দিতে চান তবে “যিহুদিয়া দেশ” এবং ছোট অর্থে “যিহুদিয়া প্রদেশ” বলতে পারেন, পুরনো আমল থেকে ইস্রায়েল এর এই অংশে যিহুদাদের বাসভূমি ছিল৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : গালীল, ইদোম, যিহুদা, সমরিয়)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H3061, G2453