bn_tw/bible/other/tribe.md

1.6 KiB

জাতি, উপজাতি, বর্গীয়, উপজাতীয় লোক

সংজ্ঞা:

একটি জাতি একটি গোষ্ঠীসমূহ লোক যারা পূর্বপুরুসেষের বংশধর.

  • একই গোত্র থেকে মানুষ সাধারণত একটি সাধারণ ভাষা এবং সংস্কৃতি ভাগ করে.
  • পুরাতন নিয়মে, ঈশ্বর ইস্রায়েলের লোকদের বারো গোষ্ঠীতে বিভক্ত করেছিলেন. প্রত্যেক উপজাতি যাকোবের পুত্র বা নাতির বংশধর ছিল.
  • একটি গোষ্ঠী একটি জাতির চেয়ে ছোট, কিন্তু একটি বংশ থেকে বড়.

(আরো দেখুন: বংশ, জাতি, লোক গোষ্ঠী, ইসরায়েলের বারো গোষ্ঠী)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H523, H4294, H7625, H7626, G1429, G5443