bn_tw/bible/names/isaac.md

5.2 KiB
Raw Permalink Blame History

ইসাহাক

ঘটনা :

ইসাহাক ছিল আব্রাহাম ও সারার একমাত্র ছেলে . ঈশ্বর তাদেরকে প্রতিগ্জ্ঞা করেছিল পুত্রসন্তান দেবার যদিও তারা খুব বৃদ্ধ ছিল .

“ইসাহাক” নামের মানে “ তিনি হাসছেন”. যখন ঈশ্বর আব্রাহামকে বলেছিল সারাহ এক পুত্রসন্তান জন্ম দিতে চলেছে , আব্রাহাম হেসেছিল কারণ তাদের বয়স অনেক ছিল . কিছু দিন পরে সরাও হেসেছিল যখন সে সেই সংবাদ কে শুনেছিল.

  • কিন্তু ঈশ্বর এর সেই প্রতিগ্জ্ঞা অনুসারে আব্রাহাম ও সারার বৃদ্ধ বয়েসে ইসহাকের জন্ম হয়.
  • ঈশ্বর আব্রাহাম কে বলেছিলেন তিনি যে নিয়ম আব্রাহাম এর সঙ্গে করেছিলেন ইসাহাক ও তার বংশ এর প্রতি চিরকাল সেই নিয়ম থাকবে .
  • যখন ইসহাকের যুবক , ঈশ্বর আব্রাহামের বিশ্বাসের পরিক্ষ্যা করলেন এই আদেশ দিয়ে যেন তিনি ইসাহাক কে বলি দেন.
  • ইসহাকের ছেলে যাকোব এর বারটি পুত্রসন্তান ছিল যাদের বংশ পরবর্তী কালে ইস্রায়েল জাতির বারো গোষ্টি হয়ে উঠেছিল .

আনুবাদ সম্পরকেঃ কি ভাবে নাম আনুবাদ করতে হই)

(আরো দেখো :আব্রাহাম,বংশরা, অনন্তকালপালন করা, যাকোব,সারাহ,ইস্রায়েল এর বারো বংশ)

বাইবেল অনুছেদ

বাইবেলের কাহিনি থেকে উদাহারন

  • 05:04 “ তোমার স্ত্রী , সারাহ, এক পুত্রের জন্ম দেবে সে হবে প্রতিজ্ঞার সন্তান . নাম দাও ---ইসাহাক---.”
  • 05:06 যখন –ইসাহাক ---এর যুবক অবস্তা , ঈশ্বর আব্রাহ কে এই বলে পরীক্ষা নিল, “ তোমার একমাত্র ছেলে ইসাহাক কে নাও এবং আমার সাক্ষাতে তাকে বলি দাও”.
  • 05:09 ঈশ্বর ইসাহাক এর পরিবর্তে একটি মেষ বলিদানের জন্য জুগিয়ে দিয়েছিলেন .
  • 06:01 যখন আব্রাহাম বৃদ্ধ এবং ইসাহাক তার ছেলে যুবক , আব্রাহাম তার এক চাকরকে তার নিজের দেশে পাঠালেন যেন সে ইসহাকের জন্য সেই দেশ থেকে পুত্রবধু নিয়ে আসতে পারে.
  • 06:05 ইসাহাক রেবেকার জন্য পার্থনা করেছিল এবং ঈশ্বর অনুমতি দিয়েছিল গর্ভবতী হবার এবং যার জঠরে দুটি সন্তান থাকে.
  • 07:10 ইসাহাক এর মারা যায় এবং জেকব ও ইস তাকে কবর দেয়. প্রতিজ্ঞার নিয়মে ঈশ্বর আব্রাহাম কে যা প্রতিজ্ঞা করেছিলেন তা ইসাহাক তারপরে যাকোব এইভাবে যেন চলতে থাকে .

শব্দ তথ্য:

  • Strong's: H3327, H3446, G2464