bn_tw/bible/other/jewishleaders.md

5.9 KiB

যিহূদীয় অধিকার, যিহূদীয় নেতা

ঘটনা

“যিহূদীয় নেতা” বা “যিহূদীয় অধিকার” বলতে ধর্মীয় নেতাদের বোঝায় যেমন যাজক এবং ঈশ্বরের ব্যবস্থার শিক্ষকগণ ৷ তাদের ও অধিকার ছিল অধর্মী বিষয়ের উপর বিচার করার ৷

  • যিহূদী নেতারা ছিল মহা ধর্ম যাজক, প্রধান ধর্ম যাজক, এবং লেখক (ঈশ্বরের ব্যবস্থার শিক্ষকগণ) ৷
  • যিহূদীদের দুটি মূল নেতাদের দল হলো ফরীশী ও সদ্দুকি ৷
  • সত্তর জন যিহূদী নেতা একসঙ্গে যিরূশালেমপরামর্শ সভাতে মিলিত হয়েছিলেন ব্যবস্থার সম্পর্কীয় আলোচনায় ৷
  • অনেক যিহূদীয় নেতারা নিজেদের ধার্মিক বলে অহংকার করত ৷ তারা যীশুর প্রতি ঈর্ষাপরায়ণ ছিল ও তারা তাঁকে ক্ষতি করার চেষ্টা করেছিলো ৷ তারা ঈশ্বরকে জানে বলে দাবি করে কিন্তু তারা ঈশ্বরের বাধ্য ছিল না ৷

“যিহূদীয়” এই বাক্যাংশটি যিহূদীয় নেতাদের বোঝায়, বিশেষ করে এই পৃষ্ঠভূমিতে যেখানে তারা যীশুর ওপর রাগান্নিত ছিল এবং তাঁকে প্রতারণা করে বা তাঁর ক্ষতি করে ৷

  • এইসকল শব্দগুলি এইভাবেও অনুবাদ হতে পারে যেমন “যিহূদীয় শাসক দল” বা “পুরুষেরা যারা যিহূদীয় লোকেদের শাসক ছিল” বা “যিহূদীদের ধর্মীয় নেতারা” ৷

(অবশ্য দেখুন: যিহূদী, প্রধান যাজক, ধর্মীয় সভা, মহা যাজক, ফরীশী, যাজক, সদ্দুকী, লেখক)

বাইবেলের পদ সমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 24:03 বহু ধর্মীয় নেতারা ও যোহনের কাছে বাপ্তিস্ম নিতে এসেছিল, কিন্তু তারা তাদের পাপের থেকে মন ফিরায়নি বা তাদের পাপকে স্বীকার করেনি ৷
  • 37:11 কিন্তু যিহূদীয় ধর্মীয় নেতারা যারা যিহুদী তারা ঈর্ষাপরায়ণ ছিল, সুতরাং তারা একসাথে মিলিত হয়ে কিভাবে যীশু ও লাসারকে মেরে ফেলা যায় তারই পরিকল্পনা করেছিলো ৷
  • 38:02 সে (যিহুদা) জানত যে যিহুদীয় ধর্ম গুরুরা অস্বীকার করে যে যীশু মসীহ এবং তাঁকে তারা মারার পরিকল্পনা করে ৷
  • 38:03 যিহূদীয় নেতারা, যারা মহা যাজকের কথামত, যিহুদাকে তিরিশটি রৌপ্য মুদ্রা দেয় যাতে সে যীশুকে ধরিয়ে দেয় ৷
  • 39:05__ যিহূদীয় নেতারা সকলে মহা যাজকের কাছে উত্তর করলো “সে (যীশু) মৃত্যু দন্ডের উপযুক্ত” ৷
  • 39:09 পরেরদিন খুব ভোরে যিহূদীয় নেতারা যীশুকে পিলাতের কাছে নিয়ে আসে যে কিনা রোমান শাসক ৷
  • 39:11 কিন্তু যিহূদীয় নেতারা এবং জনতা চিত্কার করে, “ওকে ক্রুশে দাও!”৷
  • 40:09 পরে যোসেফ ও নীকদীম এরা দুজন যিহূদীয় নেতা যারা বিশ্বাস করে য যীশুই মসীহ, তারা যীশুর মৃত শরীর পিলাতের কাছে চায় ৷
  • 44:07 পরের দিন যিহূদীয় নেতারাপিতর ও যোহনকে মহা যাজকের কাছে আনে ও অন্য ধর্মীয় নেতারাও সেখানে ছিল

শব্দ তথ্য:

  • Strong's: G2453