bn_tw/bible/names/jebusites.md

1.6 KiB

যিবূষী, যিবূষীয়, যিবূষীয়রা

ঘটনা:

যিবূষীয়রা ছিল এক গোষ্ঠী যারা কনান দেশে বাস করত ৷ তারা হামের পুত্র কনান এর বংশধর ৷

  • যিবূষীয়রা যিবূষী নামক শহরে বাস করত, এবং পরে রাজা দায়ূদের সময় এর নাম বদলে জেরুসালেম রাখা হয় ৷
  • মল্কীষেদক, সালেমের রাজা, সম্ভবত যিবূষীয় বংশের ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন : কনান, হাম, জেরুসালেম, মল্কিষেদেক)

বাইবেলের পদসমূহ :

শব্দ তথ্য:

  • Strong's: H2982, H2983