bn_tw/bible/names/artaxerxes.md

2.6 KiB

অর্তক্ষস্ত

প্রকৃত ঘটনা:

অর্তক্ষস্ত ছিলেন একজন রাজা যিনি রাজত্ব করতেন পারস্য সাম্রাজ্যের ওপর প্রায় 464 থেকে 424 খ্রী: পূ: পর্যন্ত |

  • অর্তক্ষস্তের রাজত্ব কালে, যিহুদার ইস্রায়েলীয়রা ব্যবিলনে নির্বাসিত ছিলেন, যা সেই সময় পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল |
  • অর্তক্ষস্ত যাজক ইষাকে এবং অন্য যিহুদী নেতাদের ব্যবিলন ছাড়তে এবং যিরুশালেমে ফিরে গিয়ে ইস্রায়েলীয়দের ঈশ্বরের ব্যবস্থা শিক্ষা দিতে অনুমতি দিলেন |
  • পরে এই সময়ে, অর্তক্ষস্ত তাঁর পানপাত্রবাহক নিহিমিয়কেও যিরুশালেমে ফিরে যেতে এবং শহরের চারিদিকের প্রাচীর পুনরায় নির্মান কাজে যিহুদীদের নেত্রিত্ব দিতে অনুমতি দেন |
  • যেহেতু ব্যবিলন পারস্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল, তাই কিছুসময়ে অর্তক্ষস্তকে “ব্যবিলনের রাজা” বলে ডাকা হত |
  • জানুন রাখুন যে অহশ্বেরশ এবং অর্তক্ষস্ত একই ব্যক্তি নন |

(অনুবাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন : অহশ্বেরশ, ব্যবিলন, পানপাত্রবাহক, ইষা, নহিমিয়, পারস্য)

বাইবেলের তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H783