bn_tw/bible/names/ezra.md

2.6 KiB

ইষ্রা

তথ্য:

ইষ্রার একজন যিহুদি পুরোহিত ও যিহুদী আইন বিশেষজ্ঞ ছিলেন যিনি ইস্রায়েলীয়দের বাবিল থেকে যিরূশালেমে ফিরে আসার ইতিহাস লিপিবদ্ধ করেছিলেন যেখানে ইস্রায়েলকে 70 বছর ধরে বন্দি করা হয়েছিল.

  • ইষ্রা বাইবেলের ইষ্রা বইয়ে ইস্রায়েলের ইতিহাসের এই অংশ লিপিবদ্ধ করেছেন. তিনি নহিমিয় বইটিও লিখতে পারতেন, যেহেতু এই দুটি বই মূলত একটি একক বই ছিল.
  • ইষ্রা যখন যেরুশালেমে ফিরে আসেন তখন তিনি আইনটি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন, কারণ ইস্রায়েলীয়রা বিশ্রামবারের আইন মেনে চলেছিলনা এবং সেই মহিলাদের সহিত সম্পর্ক স্থাপন করেছিল যারা পৌত্তলিক ধর্ম পালন করতো.
  • ইষ্রা মন্দিরের পুনর্নির্মাণে সাহায্য করেছিলেন, যা বাবিলীয়রা যখন যেরুশালেম বন্দী করেছিল তখন তাদের ধ্বংস করা হয়েছিল.
  • পুরাতন নিয়মে উল্লিখিত ইষ্রা নামক দুটি অন্যান্য মানুষ আছে.

(অনুবাদ পরামর্শ: কিভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: বাবিল, নির্বাসন, যেরুশালেম, আইন, নহিমিয়, মন্দির)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H250, H5830, H5831, H5834