bn_tw/bible/names/joshua.md

5.9 KiB

যিহোশুয়

ঘটনা:

বাইবেলে ইস্রায়েলীয়দের মধ্যে অনেকের নাম যিহোশুয় ছিল৷ তার মধ্যে বহুপরিচিত ছিলেন নুনের পুত্র যিহোশুয় যে মোশির সহকারী ছিলেন এবং পরে যিনি ঈশ্বরের লোকেদের এক গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন৷

যিহোশুয় ছিলেন সেই মোশির পাঠানো গুপ্তচরদের মধ্যে একজন যিনি প্রতিগ্জ্ঞাত দেশের পরিদর্শন করেছিলেন৷

  • কালেব এবং যিহোশুয়র সঙ্গে ইস্রায়েলীয় লোকেদের তর্কাতর্কি হয় ঈশ্বরের বাধ্য হবার জন্য ও তারা যেন প্রতিগ্জ্ঞাত দেশে প্রবেশ করে ও কনানীয়দের ধ্বংস করে৷
  • অনেক বছর পর, মোশির মৃত্যুর পরে, ঈশ্বর যিহোশুয়কে আমন্ত্রণ করেন যাতে ইসরায়েলিয়রা প্রতিগ্জ্ঞাত দেশে যেতে পারে তার পথ নির্দেশে৷
  • সর্বপ্রথম ও বিখ্যাত সৈন্য দল কনানিয়দের বিরুদ্ধে, যিহোশুয় ইস্রায়েলীয়দের নেত্রীত্ত্ব দিয়েছিলেন যিরিহ ধ্বংস করার জন্য৷
  • পুরাতন নিয়মের যিহোশুয় বইতে বলা হয়েছে যে কিভাবে যিহোশুয় ইস্রায়েলিয়রা প্রতিগ্জ্ঞাত দেশের নিয়ন্ত্রণ নেয় এবং তিনি কিভাবে ইস্রায়েলীয়দের প্রতিটি গোষ্ঠীকে তাদের বসবাসের অংশের জমি দেন৷
  • যিহোষাদকের পুত্র যিহোশুয়র নাম হগয় এবং সখরিয় বইতে উল্লেখ আছে তিনি ছিলেন একজন মহা যাজক যিনি যিরুশালেমের প্রাচীর সংস্কার করতে সাহায্য করেছিলেন৷
  • বাইবেলের অনেক জায়গাতে ও বংশ তালিকায় যিহোশুয় নামের মানুষের উল্লেখ আছে৷

(অনুব্স্দের পরামর্শগুলি: কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: কনান, [হগয়[, যিরিহো, মোশি, প্রতিগ্জ্ঞাত দেশ, সখরিয়)

বাইবেলের পদগুলি

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 14:04 যখন ইস্রায়েলীয়রা কনানের সীমান্তে পৌঁছেছিল, মোশি বারো জনকে প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে বেছে নেন৷ তিনি তাদের নির্দেশ দেন সেই দেশে যাবার জন্য এবং সে দেশ কেমন তা দেখার জন্য৷
  • 14:06 তারাতারি কালেব এবং যিহোশুয়, অন্য দুজন গুপ্তচর যারা বলেছিলেন “এটা সত্যি যে কনানের লোকেরা বড়সর ও শক্তিশালী, কিন্তু আমরা অবশ্যই তাদের ধ্বংশ করতে পারবো!”
  • 14:08 কেবল মাত্র যিহোশুয় এবং কালেব ছাড়া, কুড়ি বছরের ওপর বয়সের সকলেরি মৃত্যু হবে এবং তারা প্রতিগ্জ্ঞাত দেশে প্রবেশ করতে পারবে না”
  • 14:14 মোশি তখন ছিল অনেক বয়স্ক, সুতরাং ঈশ্বর যিহোশুয়কে বেছে নিলেন তাকে নেত্রীত্বের সাহায্য করতে৷
  • 14:15 যিহোশুয় ছিল একজন ভালো নেতা কারণ তিনি ঈশ্বরকে করেছিলেন ও বাধ্য হয়েছিলেন৷
  • 15:03 পরে মানুষেরা যখন যর্দ্দন নদী পর হয়েছিল, ঈশ্বর যিহোশিয়কে বলেছিলেন যে কিভাবে ঐ শক্তিশালী শহর যিরিহোকে আক্রমন করতে হবে৷

শব্দ তথ্য:

  • Strong's: H3091, G2424