bn_tw/bible/names/haggai.md

1.4 KiB

হগয়

ঘটনা:

হগয় ছিলেন যিহুদার ভাববাদী যখন যিহুদি রা বেবিলোন এর বন্দিত্ব থেকে ফিরেছিল ।

  • যখন রাজা উসীয় যিহুদার উপর রাজত্ব করছিলেন তখন হগয় তার ভাববাণী করেছিলেন ।
  • সখরিও ভাববাদী ঠিক এখই সময়ে ভববানি করেছিলেন ।
  • হগয় এবং সখরিও যিহুদি দেরকে উত্সাহ দিয়েছিল মন্দির নির্মানের জন্য, যেটা বাবিলোনের রাজা নবুখেদ্নেজোর ধংস করে দিয়েছিল ।

(অনুবাদ প্রসংগ: নামের অনুবাদ)

(আরো দেখো : বাবিলন, যিহুদা, নবুখাদ্নেজার,উষীয়,সখরীয়্)

বাইবেল অনুবাদ :

শব্দ তথ্য:

  • Strong's: H2292