bn_tw/bible/names/nebuchadnezzar.md

4.9 KiB

নবুখদনিৎসর

ঘটনা:

নবুখদনিৎসর ছিল ব্যবিলন সাম্রাজের রাজা যারা শক্তিশালী সৈন্যদল অনেক মানুষের দল এবং জাতিকে পরাজিত করেছে |

  • নবুখদনিৎসরের নেতৃত্বে, ব্যবিলনীয়ান সৈন্যদল যিহুদা রাজ্য আক্রমন করে এবং পরাজিত করে এবং যিহুদার বেশিরভাগ লোককে ব্যবিলনে বন্দী অবস্থায় নিয়ে গিয়েছিল | বন্দিদের জোর করা হয় সেখানে 70 বছর কাল থাকার জন্য, এটা “ব্যবিলনীয়ান নির্বাসন” নাম পরিচিত |
  • সেই রকম একটা নির্বাসনে, দানিয়েল, রাজা নবুখদনিৎসরের স্বপ্নের মানে করে দেন |
  • অন্য তিনজন ইস্রায়েলীয় বন্দী, হনানিয়, মীশায়েল এবং অসরিয়, এদের ভয়ঙ্কর আগুনে ফেলে দেওয়া হয় যখন তারা একটা বিশাল সোনার মূর্তিকে প্রনাম করতে অস্বীকার করে যা নবুখদনিৎসর বানিয়েছিলেন |
  • রাজা নবুখদনিৎসর খুব অহঙ্কারী ছিলেন এবং দেবতাদের পূজা করতেন | যখন তিনি যিহুদাকে পরাজিত করলেন, তিনি অনেক সোনা এবং রুপো যিরুশালেমের মন্দির থেকে চুরি করেছিলেন |
  • কারণ নবুখদনিৎসর ছিল অহঙ্কারী এবং দেবতাদের পূজা থেকে ফিরতে চায় নি, সদাপ্রভু তাকে সাত বছরের জন্য নিঃসঙ্গ করলেন, পশুদের মত বাস করলেন | সাত বছর পর, ঈশ্বর নবুখদনিৎসরকে পুনঃস্থাপন করলেন যখন তিনি নিজেকে নত করলেন এবং সেই একমাত্র ঈশ্বরের, সদাপ্রভুর প্রসংসা করলেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: অহংকারী,অসরিয়,ব্যবিলন,হনানিয়,মীশায়েল)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 20:06 প্রায় 100 বছর পর অশুর ইস্রায়েল রাজ্য ধ্বংস করে, ঈশ্বর নবুখদনিৎসরকে ব্যবিলনের রাজাকে পাঠান, যিহুদা রাজ্যকে আক্রমন করার জন্য |
  • 20:06 যিহুদার রাজা নবুখদনিৎসরের দাস হতে এবং প্রত্যেক বছর অনেক টাকা দিতে রাজি হন|
  • 20:08 যিহুদার রাজাকে তার বিদ্রোহের শাস্তি দেওয়ার জন্য, নবুখদনিৎসরের সৈন্যরা রাজার সামনে তার ছেলেকে হত্যা করে এবং তারপর তাকে অন্ধ করে দেয় |
  • 20:09 নবুখদনিৎসর এবং তার সৈন্যবাহিনী প্রায় সমস্ত যিহুদা রাজ্যের লোকেদের ব্যবিলনে নিয়ে যায়, শুধুমাত্র হত দরিদ্রদের রেখে যায় মাঠে চাষ করার জন্য |

শব্দ তথ্য:

  • Strong's: H5019, H5020