bn_tw/bible/names/azariah.md

2.5 KiB

অসরিয়

প্রকৃত ঘটনা:

পুরাতন নিয়মে অসরিয় নামের অনেক লোক ছিল |

  • একজন অসরিয় খুব পরিচিত ছিল তার ব্যবিলনীয়ান নাম অবেদনগো নামে | সে ছিল অনেক ইস্রায়েলীয়দের মধ্যে একজন যে যিহুদা থেকে বন্দী হয় নবূখদনিৎসরের সৈন্য দ্বারা এবং নিয়ে যাওয়া হয় ব্যবিলনে বাস করার জন্য | অসরিয় এবং তার সহ ইস্রায়েলীয় হনানিয় এবং মীশায়েল ব্যবিলনীয় রাজাকে উপাসনা করতে অস্বীকার করে, তাই তিনি তাদের গনগনে অগ্নিকুন্ডে ফেলে দেন শাস্তি স্বরূপ | কিন্তু ঈশ্বর তাদের রক্ষা কোরান এবং তারা কোনভাবেই ক্ষতিগ্রস্থ হননি |
  • যিহুদা রাজ উষিয়ও পরিচিত ছিল অসরিয় নামে|
  • আরকজন অসরিয় পুরাতন নিয়মে মহা যাজক চলেন |
  • ভাববাদী যিরমিয়ের সময়, ইস্রায়েলীয়দের তাদের স্বদেশ ছাড়ার মধ্যে দিয়ে ঈশ্বরের অবাধ্য হতে ভুলভাবে প্ররোচনা দিয়েছিল অসরিয় নামে এক ব্যক্তি |

(অন্বাদের পরামর্শ: নামের অনুবাদ)

(এছাড়াও দেখুন: ব্যবিলন, দানিয়েল, হনানিয়, যিরমিয়, উষিয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H5838