bn_tw/bible/names/hananiah.md

2.4 KiB

হনানিয়

ঘটনা :

হনানিয় নামটি পুরাতন নিয়মে অনেক জায়গায় পায় ।

  • একজন ইসরেললীয় বেক্তি যাকে ব্যেবিলনিযরা বন্দী করে নিয়ে গিয়েছিল ওহ তার নাম রেখেছিল শদ্দক ।

তার যোগ্যতা ওহ ভালো স্বভাবের জন্য তাকে রাজপ্রাসাদে ভালো পদ দেওয়া হয়েছিল । বেবিল রাজার আদেশ না মানার জন্য একবার হনানিয় (সদ্যক) ওহ তার দুই ইসরালীয় বন্ধু কে জলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছিল । ঈশ্বর তার শক্তিতে তাদেরকে রক্ষা করেছিল ।

  • আরেকজন বেক্তি যার নাম হনানিয় রাজা শলোমনের বংশের তালিকায় পাওয়া যায় ।
  • আরেকজন হনানিয় যিনি যিরমিয ভবাদির সময়ে ভান্ত ভাববাদী ছিলেন ।
  • আরেকজন বেক্তি তার নাম হনানিয় যিনি যাজক ছিলেন ওহ নাহিমিযর সময়ে তাকে সাহার্য্য করেছিলেন ।

(অনুবাদ প্রসঙ্গে : নামের অনুবাদ)

(আরো দেখো : আজারিয়া, বেবিলন, দানিয়েল, ভান্ত ভাববাদী, যিরোমিয, মিশায়েল

বাইবেলের পদগুলো:

শব্দ তথ্য:

  • Strong's: H2608