bn_tw/bible/other/arrogant.md

1.5 KiB

অহংকার, অহংকারী, দাম্ভিকতা

সংজ্ঞা :

“অহংকার” শব্দটার মানে হল গর্ব, সচরাচর সুস্পষ্ট, বাহ্যিকভাবে |

  • একজন অহংকারী লোক প্রায়ই গর্ব করে নিজের বিষয়ে |
  • অহংকারী হওয়ায় সচরাচর চিন্তায় যুক্ত হয় যে অন্য লোকেরা ততটা গুরুত্বপূর্ণ নয় বা নিজের মত ততটা প্রতিভাবান নয় |
  • লোকেরা যারা ঈশ্বরকে সম্মান করা না এবং যারা তাঁর বিরোধী তারা অহংকারী কারণ তারা স্বীকার করে না যে ঈশ্বর কত মহান |

(এছাড়াও দেখুন : স্বীকারোক্তি, গর্ব, অহংকার)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H1346, H1347, H6277