bn_tw/bible/kt/boast.md

3.9 KiB

গর্ব, গর্বের, অহংকারী

সংজ্ঞা:

“গর্ব” শব্দটির অর্থ গর্বিতভাবে কোনকিছুর বা কারোর বিষয় কথা বলা | প্রায়ই এটার মানে নিজের সমন্ধে বড়াই করা |

  • কোন একজন যে “অহংকারী” নিজের ব্যপারে গর্বিতভাবে কথা বলে |
  • ঈশ্বর ইস্রায়েলীয়দের ধমক দেন তাদের মুর্তিগুলোয় “গর্বের” জন্য | তারা অহংকারীর মত মিথ্যা দেবতাদের উপাসনা করত সত্য ঈশ্বরের পরিবর্তে |
  • বাইবেল এমন লোকেদের বিষয়েও কথা বলে যে তাদের সম্পতি, শক্তি, তাদের ফলপ্রসূ ক্ষেত্র এবং তাদের আইন এই বিষয়গুলোকে নিয়ে গর্ব করে | তার মানে তারা এই সব জিনিসের ব্যপারে গর্বিত ছিল এবং তারা স্বীকার করেনি যে ঈশ্বরই তিনি, যিনি এ সমস্ত যুগিয়েছেন |
  • ঈশ্বর ইস্রায়েলীয়দের আহ্বান করে “গর্বের” পরিবর্তে বা প্রকৃত বিষেয়ের ব্যপারে গর্বিত হও যে তারা তাঁকে জানে |
  • প্রেরিত পৌলও প্রভুতে গর্বের কথা বলেছেন, যারা মানে গর্বিত হওয়া এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হও যাকিছু তিনি তাদের জন্য করেছেন |

অনুবাদের পরামর্শ:

  • অন্যভাবে অনুবাদ করা “গর্ব” অন্তর্গত করা যেতে পারে “বড়াই” বা “গর্বিতভাবে কথা বলা” বা “গর্বিত হওয়া |”
  • “অহংকারী” শব্দটা অনুবাদ করা যাতে পারে একটা শব্দ বা বাক্যাংশ দিয়ে যার মানে “সম্পূর্ণ দম্ভের কথা” বা “দাম্ভিক” বা “নিজের ব্যপারে দম্ভের সাথে কথা বলা |”
  • গর্বের প্রেক্ষাপটে বা ঈশ্বরের বিষয়ে জানা, এটি এভাবেও অনুবাদ করাযায় যেমন “এটায় গর্ব কর” বা “
  • কিছু ভাষার "গর্ব" এর জন্য দুটি শব্দ রয়েছে: এক যা নেতিবাচক, অহংকারীর অর্থ এবং অন্যটি ইতিবাচক, তার কাজের, পরিবার বা দেশে গর্ব করার অর্থের সাথে।

অনুবাদের প্রস্তাবনাসমূহ:

(এছাড়াও দেখুন : দম্ভ)

বাইবেলের তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H1984, H3235, H6286, G212, G213, G2620, G2744, G2745, G2746, G3166