bn_tw/bible/names/jericho.md

2.5 KiB

যিরিহ

ঘটনা

যিরিহ ছিল কনানের এক শক্তিশালী শহর ৷ এটি যর্দন নদীর পশ্চিমে এবং লবন সাগরের উত্তরে অবস্থিত ৷

  • কনানিয়দের মতই যিরিহবাসীরা মিথ্যা ঈশ্বরের আরাধনা করত ৷
  • যিরিহ ছিল কনানের প্রথম শহর যা দখল করার জন্য ঈশ্বর ইস্রাইলিয়দের বলেছিলেন ৷
  • যখন যিহোশুয় ইস্রাইলিয়দের যিরিহর বিরুদ্ধে নেত্রিত্ব দিচ্ছিল, তখন যিরিহ শহরকে ধ্বংশ করার জন্য ঈশ্বর এক বিরাট আশ্চর্য্য কাজ করলেন ৷

(অবশ্য দেখুন: কনান, যর্দন নদী, যিহোশুয়, আশ্চর্য্য কাজ, লবন সাগর)

বাইবেলের পদসমূহ:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 15:01 যিহোশুয় যিরিহতে দুইজন গুপ্তচরকে পাঠিয়েছিলেন ৷
  • 15:03 যর্দন নদী পার হবার পর, ঈশ্বর যিহোশুয়কে বললেন কিভাবে ঐ শক্তিশালী শহর যিরিহকে আক্রমন করা যায় ৷
  • 15:05 তখন যিরিহর প্রাচীর ভেঙ্গে পরেছিল ! ইস্রাইলিয়রা ঈশ্বরের আদেশ মতই শহরের সবকিছু ধ্বংস করেছিলো ৷

শব্দ তথ্য:

  • Strong's: H3405, G2410