bn_tw/bible/names/jordanriver.md

3.0 KiB

যর্দ্দন নদী, যর্দ্দন

ঘটনা

যর্দ্দন নদী হলো একটি নদী উত্তর থেকে দক্ষিনে বয়ে চলেছে, এবং যাকে কনান বলে সেই ভূমির পূর্ব সীমান্ত রূপে বর্তমান ছিল৷

  • আজ যর্দ্দন নদী বিভক্ত করেছে ইস্রায়েল কে পশ্চিম থেকে পূর্ব যর্দ্দনে৷
  • যর্দ্দন নদী গালীল সমুদ্র থেকে প্রবাহিত এবং মৃত সাগরে মিশেছে৷
  • যখন যিহোশুয় ইস্রায়েলিয়দের কনানে প্রবেশ করার নেতৃত্ব করেন, তখন তাদের যর্দ্দন নদীই পার হতে হয়েছিল৷ সাধারণ ভাবে পার করার জন্য এটা ছিল খুবই গভীর, কিন্তু ঈশ্বর আশ্চর্য্য ভাবে নদীর প্রবাহ কে স্তব্ধ করে যাতে তারা হেঁটে পর হতে পারে৷
  • প্রায় অনেক সময় বাইবেলে যর্দ্দন নদী কে কেবল “যর্দ্দন” বলেছে৷

(অবশ্য দেখুন: কনান, লবন হ্রদ, গালীল সাগর)

বাইবেলের পদসমূহ :

বাইবেলের গল্প থেকে উদাহরণ

  • 15:02 ইস্রায়েলিয়দের যর্দ্দন নদী পার করে কনানে প্রবেশ করতে হতো যা ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা কৃত ভূমি৷
  • 15:03 পরে লোকেরা যর্দ্দননদী পার হয়, ঈশ্বর যিহোশুয়কে বলেছিলেন কিভাবে শক্তিশালী শহর যেরিকো আক্রমন৷
  • 19:14 ইলিশা তাকে (নামান) সাতবার যর্দ্দন নদীতে ডুব দিতে বলেছিল৷

শব্দ তথ্য:

  • Strong's: H3383, G2446