bn_tw/bible/names/seaofgalilee.md

2.5 KiB

গালীল সাগর, কিনাররেথের সমুদ্র, গেনসারের হ্রদ, তিবিরিয়াসের সমুদ্র

তথ্য:

"গালীলের সমুদ্র" হল পূর্ব ইস্রায়েলে একটি হ্রদ. পুরাতন নিয়মে এটিকে বলা হয়েছিল "কিনাররেথের সাগর."

  • এই হ্রদের জল দক্ষিণে যর্দন নদীর মাধ্যমে লবণ সমুদ্র পর্যন্ত এই নদী প্রবাহিত।
  • নতুন নিয়মের সময় কফরনাহূম, বৈত্সৈদা, গেনসারের্ এবং তিবিরিয়াস ছিল কয়েকটি শহর গালীলের সমুদ্রের কাছে অবস্থিত ছিল.
  • যিশুর জীবনের অনেক ঘটনা গালীলের সমুদ্রের কাছাকাছি অথবা কাছাকাছি স্থানে ঘটেছিল.
  • গালীলের সমুদ্রকে "তিবিরিয়াসের সাগর" এবং "গেনসারের হ্রদ" হিসেবেও উল্লেখ করা হয়."
  • এই শব্দটি "গালীলের অঞ্চলের হ্রদ" বা "গালিলের হ্রদ" বা "তিবিরিযারের কাছে অবস্থিত হ্রদ"(গেনসরেট) অনুবাদ করা যায়."

(অনুবাদ পরামর্শ: কেমন ভাবে নাম অনুবাদ করতে হয়)

(আরো দেখুন: কফরনাহূম, গালীল, যর্দন নদী, লবণ সমুদ্র)

বাইবেল তথ্য:

শব্দ তথ্য:

  • Strong's: H3220, H3672, G1056, G1082, G2281, G3041, G5085