bn_tw/bible/names/capernaum.md

1.9 KiB

কফরনাহূম

ঘটনা:

গালীল সমুদ্রের উত্তর-পশ্চিম উপকূলে কফরনাহূম ছিল একটা মেছোদের গ্রাম |

  • যীশু কফরনাহূমে থাকতেন, যখনই তিনি গালীলে শিক্ষা দিতেন |
  • তাঁর অনেক শিষ্যই কফরনাহূম থেকে
  • একটা মৃত মেয়েকে জীবিত করা সমেত, যীশু এই শহরে অনেক আশ্চর্য কাজ করেছিলেন |
  • কফরনাহূম ছিল তিনটের একটা শহর যেটাকে যীশু সর্বসম্মুখে ধমক দেন কারণ সেখানকার লোকেরা তাঁকে অগ্রাহ্য করেন এবং তাঁর বার্তায় বিশ্বাস করেনি | তিনি তাদের সাবধান করেন যে ঈশ্বর তাদের অবিশ্বাসের জন্য তাদের শাস্তি দেবেন |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছড়াও দেখুন: গালীল, গালীল সমুদ্র)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: G2584