bn_tw/bible/names/moses.md

4.1 KiB

মোশি

ঘটনা:

মোশি 40 ওপরে ইস্রায়েলীয় লোকেদের একজন ভাববাদী এবং নেতা ছিলেন |

  • যখন মোশি একটা শিশু ছিলেন, মোশির পিতা-মাতা তাকে একটা ঝুড়িতে নীল নদীর নল খাগড়ার মধ্যে লুকিয়া রেখেছিল মিশরের ফৌরনের থেকে | মোশির দিদি মিরিয়ম সেখানে তার ওপর নজর রেখে ছিল | মোশির জীবন রক্ষা পেয়েছিল যখন ফৌরনের মেয়ে তাকে খুঁজে পেয়েছিল এবং তাকে নিয়ে গিয়েছিল রাজপ্রাসাদে তার ছেলের মত করে বড় করতে |
  • ঈশ্বর মোশিকে নির্বাচিত করেছিলেন ইস্রায়েলীয়দের তাদের দাসত্ব থেকে মুক্ত করতে এবং তাদের সেই প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে |
  • মিশর দেশ থেকে ইস্রায়েলীয়রা পালানোর পর এবং যখন তারা মরুভূমিতে ঘুরেবেড়া ছিল, ঈশ্বর মোশিকে দুটো পাথরের ফলকে দশ আজ্ঞা লিখে দিয়েছিলেন |
  • তাঁর জীবনের শেষের দিকে, মোশি সেই প্রতিজ্ঞাত দেশ দেখে ছিলেন, কিন্তু তাতে বাস করতে পারেন নি কারণ তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন |

(অনুবাদ পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: মিরিয়ম,প্রতিজ্ঞাত দেশে,দশ আজ্ঞা)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 09:12 একদিন যখন মোশি তাঁর মেষ চড়া ছিলেন, তিনি দেখেন একটা ঝোপ যা আগুনে জ্বলছে |
  • 12:05 মোশি ইস্রায়েলীয়দের বলেন, “ভয় করা বন্ধ কর ! ঈশ্বর আজ তোমাদের জন্য যুদ্ধ করেবেন এবং তোমাদের রক্ষা করবেন |
  • 12:07 ঈশ্বর মোশিকে বলেন নদীর উপরে তার হাত তুলতে এবং জলকে দুভাগ করতে |
  • 12:12 যখন ইস্রায়েলীয়রা দেখলো মিশরীয়রা মারা গেছে, তারা ঈশ্বরে বিশ্বাস করল এবং বিশ্বাস করল যে মোশি হলেন ঈশ্বরের একজন ভাববাদী |
  • 13:07 তখন ঈশ্বর এই দশ আজ্ঞা দুটো পাথরের ফলকে লিখলেন এবং মোশিকে দিলেন |

শব্দ তথ্য:

  • Strong's: H4872, H4873, G3475