bn_tw/bible/names/zedekiah.md

2.2 KiB

সিদিকিয়

তথ্য:

যোশিয়ের পুত্র সিদিকিয়, যিহূদার শেষ রাজা ছিলেন (597-587 খ্রিষ্টপূর্ব)। পুরাতন নিয়মে সিদিকিয় নামে অন্যান্য অনেক পুরুষ আছে।

রাজা নবূখদ্নিত্সর যিহূদার রাজা সিদিকিয়কে রাজা যিহোয়াকীমের বন্দী করে বাবিলে নিয়ে গেলেন | পরে সিদিকিয় বিদ্রোহ করে এবং ফলে নবূখদ্নিত্সর তাঁকে ধরে জেরুশালেমের সবাইকে ধ্বংস করে দিলেন।

  • কনানার পুত্র সিদিকিয় ইস্রায়েলের রাজা আহাবের সময় একজন ভাক্তভাববাদী ছিলেন।
  • সিদিকিয় নামে একজন ব্যক্তি নহিমিয়ের সময়ে প্রভুর কাছে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন।

(অনুবাদের প্রস্তাবনা: )

(আরও দেখুন: আহাব, বাবিল, যিহিস্কেল, ইস্রায়েল রাজ্যl, জিহাকিম, যিরমিয়, যোসিয়, যিহূদা, নবূখদ্নিত্সর, নহিমিয়)

বাইবেল তথ্যসূত্র:

শব্দ তথ্য:

  • Strong's: H6667