bn_tw/bible/names/jehoiachin.md

1.6 KiB

যিহোয়াখীন

ঘটনা:

যিহোয়াখীন ছিল এক রাজা যে জিহুদা রাজ্যটি শাসন করত ৷

  • যিহোয়াখীন মাত্র ১৮ বছর বয়সে রাজা হন ৷ মাত্র তিন মাস তিনি শাসন করেন, এবং পরে তিনি ব্যাবিলোনিয় সৈন্য দ্বারা বন্দী হয়ে ব্যাবিলন যান ৷
  • তার এই স্বল্প শাসনকালে, যিহোয়াখীন তার ঠাকুরদা মনঃশি এবং পিতা যিহোয়াকিম এর মতই মন্দ কাজে লিপ্ত ছিল ৷

(অনুবাদের পরামর্শ : কিভাবে নামের অনুবাদ করা হয়)

(অবশ্য দেখুন: ব্যাবিলন, যিহোয়াকিম, যিহুদা, মনঃশি)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3078, H3112, H3204, H3659