bn_tw/bible/names/jehoiakim.md

2.2 KiB

যিহোয়াকীম

ঘটনা

যিহোয়াকীম ছিল এক মন্দ রাজা যে কিনা খ্রিস্ট পূর্ব ৬০৮ তে যিহূদাতে রাজত্ব করেন ৷ তিনি ছিলেন রাজা যোশিয়র পুত্র ৷ তার আসল নাম ছিল ইলিয়াকিম ৷

  • মিশরের ফরৌন নখো ইলিয়াকিমের নাম বদলে যিহোয়াকীম রাখেন এবং তাকে যিহুদার রাজা পদে নিযুক্ত করেন ৷
  • নখো যিহোয়াকীমকে মিশর দেশে উচ্চ কর দেবার জন্য বাধ্য করেন ৷
  • যখন যিহুদা পরে নবুখদনিত্সরের দ্বারা আক্রান্ত হয়েছিল, এবং যারা বন্দী হয়ে ব্যাবিলন গেছিল তাদের মধ্যে যিহোয়াকীমও ছিল ৷
  • যিহোয়াকীম ছিল এক মন্দ রাজা যে ঈশ্বরহীন নেত্রিত্ব করেছিলো ৷ ভাববাদী যিরমিয় তার বিরুদ্ধে ভাববানি করেছিলেন ৷

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: ব্যাবিলন, এলিয়াকিম, যিরমিয়, যিহুদা, নবুখদনিত্সর

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H3079