bn_tw/bible/names/eliakim.md

1.4 KiB

ইলিয়াকীম

তথ্য:

পুরাতন নিয়মে দুইজন লোকের নাম ইলিয়াকীম ছিল|

  • ইলিয়াকীম নামে একজন লোক রাজা হিস্কিয়ের অধীনে প্রাসাদের অধ্যক্ষ ছিল|
  • অন্য ইলিয়াকীম নামে লোকটি ছিল রাজা যোশিয়ের পুত্র| তিনি মিশরের ফরৌণ নখোর দ্বারা যিহূদার রাজা হয়েছিলেন|
  • নখো ইলিয়াকীমের নাম যিহোয়াকীমে রুপান্তরিত করেছিলেন|

(অনুবাদের পরামর্শ: নামগুলির অনুবাদ)

(আরো দেখো: হিস্কিয়, যিহোয়াকীম, যোশিয়, ফরৌণ)

বাইবেলের উল্লেখগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H471, G1662