bn_tw/bible/names/hezekiah.md

2.4 KiB

হিস্কিয়

বর্ণনা:

হিস্কিয় ছিল যিহুদার ১৩ তম রাজা৷ তিনি একজন সেই রাজা ছিলেন যে ঈশ্বরকে বিশ্বাস ও ভয় করতেন৷

  • তিনি তার পিতর মত ছিলেন না, যিনি এক মন্দ রাজা ছিলেন, হিস্কিয় ছিলেন এক ভালো রাজা ছিলেন যিনি যিহুদার সমস্ত মূর্তি পূজার বেদী গুলি ধ্বংশ করেছিলেন৷
  • এক সময় যখন হিস্কিয় রাজা খুব অসুস্থ হয়ে পরেন ও মৃত প্রায়, তিনি আন্তরিকতার সহিত প্রার্থনা করেন জাজে ঈশ্বর তার জীবন ফিরিয়ে দেন৷ ঈশ্বর তাকে সুস্থ করেছিলেন এবং আরো ১৫ বছর তার আয়ু বাড়িয়ে দেন৷
  • এক চিহ্ন স্বরূপ হিস্কিয়র সঙ্গে এক ঘটনা ঘটে, ঈশ্বর এক আশ্চর্য্য কাজ করেন এবং অক্ষের সূর্য্য উল্টো পিছনে যেতে আদেশ দেন৷
  • ঈশ্বর অবশ্য হিস্কিয়র প্রার্থনার উত্তর দেন এবং তার লোকেদের অশরীয় সেন্নেচেরিবের হাত থেকে রক্ষা করেন যে তাদের আক্রমন করেছিলো৷

(অবশ্য দেখুন: আহাজ, অশরীয়, মিথ্যা দেবতা, যিহুদা, সেনেচারিব)

বাইবেলের পদগুলি:

শব্দ তথ্য:

  • Strong's: H2396, H3169, G1478