bn_tw/bible/names/ahaz.md

2.0 KiB

আহস

সংজ্ঞা :

আহস ছিল একজন পাপী রাজা যে যিহূদা রাজ্যের উপর রাজত্ব করা ছিল ৭৩২ থেকে ৭১৬ খ্রীষ্টপূর্ব | এটি ছিল প্রায় ১৪০ বছর আগে সময় যখন অনেক মানুষকে ইস্রায়েল এবং যিহূদা থেকে ব্যবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল |

  • যখন সে যিহূদার উপর রাজত্ব করছিল, আহস একটা বেদী নির্মান করেছিল অশুরীয়দের মিথ্যা দেবতাদের উপাসনা করার জন্য, যেটা লোকেদেরকে সত্য ঈশ্বর সদাপ্রভুর পথ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল |
  • রাজা আহসের কুড়ি বছর বয়স ছিল যখন সে যিহূদার উপর রাজত্ব শুরু করেছিল 16 এবং সে ষোল বছর রাজত্ব করেছিল |

(অনুবাদের পরামর্শ: কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন : ব্যবিলন)

বাইবেল তথ্যসূত্র :

শব্দ তথ্য:

  • Strong's: H271