bn_tw/bible/names/josiah.md

2.5 KiB

যোশিয়

ঘটনা:

যোশিয় ছিল একজন ভালো রাজা যিনি একত্রিশ বছর যিহুদা শাসন করেছিলেন৷ তিনি যিহুদার লোকেদের মনফেরাতে ও সদাপ্রভুর আরাধনা করতে নেত্রীত্ত্ব দেন৷

  • তার পিতা রাজা আমনের হত্যা হবার পর, মাত্র আট বছর বয়সে যিহুদার রাজা হন৷
  • আঠার বছর রাজত্ব কালের মধ্যে, রাজা যোশিয় মহা যাজক হিল্কাকে আদেশ দেন প্রভুর মন্দিরের সংস্কার কার্য্যের জন্য৷ আর যখন সেই কাজ হয়েছিল তখন ব্যবস্থার পুস্তকটি খুঁজে পেয়েছিল৷
  • যখন ব্যবস্থার পুস্তকটি যোশিয় পড়লেন, তখন তিনি দুক্ষে তলিয়ে গেলেন এই দেখে যে তার লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল৷ তিনি আদেশ দিয়েছিলেন যেন মূর্তি পূজার স্থানগুলি ভেঙ্গে দেওয়া হয় এবং তার পুজারীদেরকেও মেরে ফেলা হয়৷
  • তিনি এই আদেশ ও দিয়েছিলেন যেন সকলে আবার নিস্তার পর্ব পালন করে৷

(অনুবাদের পরামর্শ : নামের অনুবাদ)

(অবশ্য দেখুন: মিথ্যা দেবতা, যিহুদা, ব্যাবস্থা, নিস্তার পর্ব, মন্দির)

বাইবেলের পদসমূহ:

শব্দ তথ্য:

  • Strong's: H2977, G2502