bn_tw/bible/names/ahab.md

3.0 KiB

আহাব

বাস্তব :

আহাব ছিল খুব মন্দ রাজা যে উত্তরের রাজ্য ইস্রায়েলে রাজত্ব করে ছিল ৮৭৫ থেকে ৮৫৪ খ্রীষ্টপূর্ব |

  • আহাব রাজা লোকেদের প্রভাবিত করেছিলেন মিথ্যা দেবতাদের উপাসনা করার জন্য |
  • এলিয় ভাববাদী আহাবের মুখোমুখি হলেন এবং তাকে বললেন, আহাবের জন্য ইস্রায়েল যে পাপ করেছিল তার শাস্তি হিসাবে সাড়ে তিন বছর খুব সাংঘাতিক দুর্ভিখ হবে |
  • আহাব এবং তার স্ত্রী ঈষেবল অনেক মন্দ কাজ করেছল, তাদের ক্ষমতা ব্যবহার করে তারা নিরীহ লোকেদের হত্যাও করে ছিল |

(অনুবাদের পরামর্শ : কীভাবে নামের অনুবাদ করতে হয়)

(এছাড়াও দেখুন: বালদেব, এলিয়, ঈষেবল, ইস্রায়েল রাজ্য, সদাপ্রভু)

বাইবেল তথ্যসূত্র:

বাইবেলের গল্প থেকে উদাহরণ:

  • 19:02 আহাব যখন ইস্রায়েল রাজ্যের ওপর রাজা এলিয় তখন ভাববাদী ছিল | আহাব একজন মন্দ/খারাপ লোক ছিল যে ইস্রায়েলীয়দের উৎসাহ দিয়ে ছিল বালদেব নাম মিথ্যা দেবতার উপাসনা করতে |
  • 19:03 আহাব এবং তার সৈন্যদল এলিয়কে খুঁজছিল, কিন্তু তারা তাঁকে খুঁজে পায়নি |
  • 19:05 সাড়ে তিন বছর পর, ঈশ্বর এলিয়কে বললেন ইস্রায়েল রাজ্যে ফিরতে এবং আহাবের সঙ্গে কথা বলেতে কারণ তিনি আবার বৃষ্টি পাঠাতে চলেছেন |

শব্দ তথ্য:

  • Strong's: H256