bn_tw/bible/names/baal.md

4.7 KiB

বাল

প্রকৃত ঘটনা :

“বাল” মানে “প্রভু” বা “মালিক” এবং যা ছিল আদিম মিথ্যা দেবতার নাম যা কনানীয়দের দ্বারা পূজিত হত |

  • আরও স্থানীয় মিথ্যা দেবতা ছিল যাদের নামের অংশ “বাল” ছিল, যেমন “বাল পিওর |” কিছুসময় এই সমস্ত দেবতা একসঙ্গে উল্লেখ করা হয় “বলদেব” বলে |
  • কিছু লোকের নাম আছে যাতে “বাল” শব্দটা অন্তর্ভুক্ত আছে |
  • বাল উপাসনায় মন্দ আচার-ব্যবহার আছে, যেমন শিশু বলি এবং পতিতার ব্যবহার |
  • ভিন্ন সময়ে তাদের সমগ্র ইতিহাসে, ইস্রায়েলীয়রাও গভীরভাবে বাল উপাসনায় জড়িয়ে ছিল, তাদের চারিদিকে পৌত্তলিক উপাসনা দেশের অনুসৃত উদাহরণ |
  • আহাব রাজার রাজত্ব কালে, ঈশ্বরের ভাববাদী এলিয় একটা পরীক্ষা উপস্থাপিত করেন লোকেদের কাছে প্রমান করার জন্য যে বালের কোন অস্তিত্বই নেই এবং সদাপ্রভুই হলেন একমাত্র সত্য ঈশ্বর | ফলে, বালের ভাববাদীরা ধ্বংস হয়েছিল এবং লোকেরা আবার সদাপ্রভুর উপাসনা শুরু করেছিল |

(অনুবাদের পরামর্শ: কিভাবে নামের অনুবাদ করতে হয়

(এছাড়াও দেখুন : আহাব, আশেরা, এলিয়, মিথ্যা দেবতা,পতিতা, সদাপ্রভু)

বাইবেল তথ্যসূত্র :

বাইবেলের গল্প থেকে উদাহরণ :

  • 19:02 আহাব ছিল একজন মন্দ মানুষ যে লোকেদের উত্সাহ দিয়েছিল মিথ্যা দেবতার উপাসনা করার জন্য যার নাম ছিল বাল |
  • 19:06 সমস্ত ইস্রায়েল রাজ্য সব লোক, বালের 450 জন ভাববাদী সমেত, কর্ম্মিল পর্ব্বতে এসেছিল | এলিয় লোকেদের বলে ছিল, “আর কতদিন তোমরা তোমাদের মন পরিবর্তন করতে থাকবে? যদি সদাপ্রভু ঈশ্বর হন, তবে তাঁর সেবা কর! যদি বাল ঈশ্বর হয়, তবে তাঁর সেবা কর!”
  • 19:07 তারপর এলিয় বালের ভাববাদীদের বললেন, “একটি বৃষ মারুন এবং এটাকে বলিদান রূপে প্রস্তুত করুন, কিন্তু আগুন দেবেন না |
  • 19:08 তারপর বালের ভাববাদীরা, বালের কাছে প্রার্থনা করল, “আমাদের প্রার্থনা শুন, হে বাল!”
  • 19:12 অতএব লোকেরা বালের ভাববাদীদের বন্দী করলেন | তারপর এলিয় তাদের সেখান থেকে নিয়ে গেলেন এবং তাদের হত্যা করলেন |

শব্দ তথ্য:

  • Strong's: H1120, G896